নারী দিবসে রাখী মিত্র জানালেন তাঁর মনের কথা
সুনন্দ মিত্রর অনুরোধে একান্ত সাক্ষাৎকারে “বিজেপির রাখী মিত্রের নারীদিবসে দেশের জন্য তাঁর চিন্তা ভাবনা নিয়ে ,মনখোলা কথা বলে ,ছুঁয়ে গেলেন আমাদের জীবনের নানান দিক। এবং বর্তমান দেশ সমাজ ও সরকারের প্রভাব কি ভাবে জীবন কে প্রভাবিত করে ।
স্বাভাবিক ভাবেই উঠে এলো বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কথা । বর্তমান সরকার রাজনীতি , সমাজনীতি ও অর্থনীতিরকথা ,যা বাংলার জীবনের ক্ষেত্রে এক দিশা পরিবর্তন নিশ্চিত করবে ।
অন্য যেকোনো আলোচনার মতো নয় একেবারে ঘরোয়া পরিবেশে জানালেন আজকে মেয়েদের জীবন কেন এতো কষ্টের এবং সব জেনে বুঝে প্রশাসন কেন নিঃশ্চুপ থাকছে । জানালেন কত সহজে মেয়েদের সব সহ্য করতে হয় এমনকি মিথ্যা অপবাদ । কিন্তু তাও তারা ঘর বেঁধে সংসার কে সাজিয়ে রাখার চেষ্টা করে । আজ দেশে বিশেষ করে রাজ্যে মেয়েদের নতুন করে ঘুরে দাঁড়ানোর দিন এসেছে ।
আসুন দেখা যাক লেখক, সাংবাদিক ও রাজনৈতিক সচেতন সুনন্দ মিত্র ও রাখী মিত্রের আলোচনার প্রথম ভাগ ।
**এখানে প্রকাশিত যে কোনো মতামত বক্তার নিজস্ব চ্যানেল তা সমর্থন বা বিরোধ কোনোটাই করে না ।**