বাঙলার সাথে বাংলার পথে বাংলা কে ভালোবেসে তুমি আমি এক সাথে…. হ্যাঁ, বাংলা আজও বাঙালির দুধেভাতে ঈশ্বরীপাটোনীর, বাংলা আজও মাছ ভাত বাঙালির.. বাংলা নাড়ু আর পায়সের পাব্বনীর, বাংলা পদ্মাগঙ্গার সহচরী…
ভালোবাসায় বাংলা আর মনে প্রানে বাঙালী হোলে তো আর কিছুই বলার থাকতে পারে না.. বীর সুভাষের বাংলা আর বঙ্গবন্ধুর বাংলা কে ভারতের এই মুহূর্তে ভার্সেটাইল গীতিকার অভিজিৎ পাল তার কলমে এঁকেছেন নিখুঁত ভাবে…. কথায় কথায় অভিজিৎ জানালেন, আসলে প্রবাসী বাঙালী সুপ্রতিক ঘোষ যিনি অর্ক ব্যান্ডের অন্যতম ফ্রন্টম্যান এবং এলাইভ ইন্ডিয়ার প্রতিষ্ঠিতা তারই অনুপ্রেরণায় তৈরী হয়েছে “ভালোবাসি বাংলা ” থিম সং… যেখানে একশো জন শিল্পী যুক্ত হয়েছেন ভালোবেসে বাংলাকে… সহযোগি গীতিকার হিসেবে পারমিতা হালদার ও সুপ্রতিক ঘোষ কাজ করেছেন…. সুর দিয়েছেন.. কৌস্তভ, বিপ্লব, সৌভিক ও সুপ্রতিক.. কণ্ঠ দিয়েছেন পদ্মশ্রী উষা উত্থুপ, লোপামুদ্রা মিত্র জুবিন গর্গ, কুনাল গাঞ্জাওয়ালা, সুপ্রতিক ঘোষ, গুরজিৎ সিং, রাহুল,রাজকুমার, অন্নেষা, সিন্গ্ধজিৎ, গৌরব সরকার, প্রমুখ… সানরাইজ এই প্রথম কোনো অরিজিনাল ইন্ডিপেনডেন্ট এলবামের শরিক হলো… নতুন ট্যালেন্ট ও বাংলাগান কে ঘরে ঘরে পৌঁছে দেয়া যার লক্ষ্য..
এই মুহূর্তে সারা ভারতে ##No:1 পজিশনে এ সেরা পাঁচের তালিকায়… এই গান মুক্তি পেয়েছে সব প্লাটফর্ম এ.. আর ইউটুব লিংক দিয়ে দেবে.. ভালোবাসি বাংলা ইউটুব চ্যানেল|