বিরোধীরা পোস্টার ছিঁড়ছে কিন্তু মানুষের মন থেকে বিজেপিকে কী করে মুছবে?: বৈশালী ডালমিয়া
বিজেপিই গড়তে পারে সোনার বাংলা, আমাদের জয় সুনিশ্চিত।
বালি,হাওড়া: বালী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া নিজের জয়ের বিষয়ে সুনিশ্চিত। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রেস রিলিজ জারির মাধ্যমে তিনি বলেন যে বাংলার জনগণ এবার বিজেপিকেই সরকারে দেখতে চাইছে।
তৃণমূলের অন্যায় অত্যাচারে জনগণ বীতশ্রদ্ধ। বিজেপির সভাগুলিতে উপচে পড়া ভীড় প্রমাণ দিচ্ছে যে বাংলার জনগণ এই নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করে দিয়েছে। নির্বাচনের দিন জনতা ইতিহাস তৈরী করবে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে বালী বিধানসভার জনতা তাদের অপার ভালোবাসা আমায় দিয়েছেন। জনতা জনার্দনের এই উৎসাহ আর আমার প্রতি বিশ্বাস, আমাকে আমার পুনঃ দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে।
আমি বালীর মেয়ে। আরেকবার দিন রাত বালীর জন্য কাজ করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। এখানকার মানুষজন আমার কাছে ঈশ্বরতুল্য। জনসেবাই আমার আসল ধর্ম। রাজনীতি আমার কাছে স্বত্তা নয়; সেবা, সমর্পণের মাধ্যম।
ডালমিয়া বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীজির প্রতি দেশবাসীর আস্থা ও বিশ্বাস দিনদিন বাড়ছে। উনার সভাগুলিতে বিশালসংখ্যায় জনতার উপস্থিতি এই দিশাই দেখাচ্ছে যে বাংলার আপামর জনগণ এইবার অন্যায়, সন্ত্রাস, তোলাবাজি, কাটমানি সংস্কৃতির থেকে রেহাই পেতে চাইছে এবং ইতিমধ্যেই তার ফয়সালা করে ফেলেছে।
উনি বলেন যে বাংলায় আজ ভগবান শ্রী রামের জয়ধ্বনি দেওয়াতেও প্রতিবন্ধক লাগানো হচ্ছে। আমরা কি আমাদের নিজেদের দেশে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জয়ধ্বনিও দিতে পারব না?
২রা মে বাংলার জনাদেশ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক ঐতিহাসিক দিন হবে। আমরা জয়ের ব্যাপারে অনেকটাই আশ্বস্ত।
যারা পরাজয়ের আশঙ্কা করছেন, তারাই হিংসার আশ্রয় নিচ্ছেন। যারা হতোদ্যম হয়ে পড়ছেন, তারাই পোস্টার ছিঁড়ে বেড়াচ্ছেন। আমি মানুষের হৃদয়ে আছি। মানুষের হৃদয় থেকে আমায় কেউ দূরে সরিয়ে দিতে পারবে না।