‘মমতার সঙ্গে আগামীর বঙ্গে’
ফারুক আহমেদ
অধ্যাপকেরা মমতার হয়ে প্রচারে নন্দীগ্রামে। ভোটের নির্ঘন্ট ইতিমধ্যেই প্রকাশিত। ১ লা এপ্রিল নন্দীগ্রামে ভোট। সম্মুখ সমরে লড়াই। মমতা বনাম শুভেন্দু। ২১ এর ভোটে সবার নজর এবার নন্দীগ্রাম। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের সীট ছেড়ে গিয়ে নন্দীগ্রামে লড়ছেন। তাও আবার একদা তারই দলের ‘সেকেন্ড ইন কমাণ্ডো’ তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারীর সঙ্গে। পরস্পর পরস্পরকে গুরুত্ব দিতে নারাজ। তারপরে রয়েছে জোট প্রার্থী সিপিআইএমের ….।
খুব স্বভাবতই নন্দীগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। শুভেন্দুর হয়ে মাঠে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিত্র তারকাদের পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীরও প্রচারে নামার সম্ভাবনা আছে। ইতিমধ্যে ওয়েবকুপার কেন্দ্রীয় নেতৃত্ব কৃষ্ণকলি বসুর প্রতিনিধিত্বে জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন ওয়েবকুপা নন্দীগ্রামে ভোট প্রচারের কর্মসূচি গ্ৰহণ করেছে। আগামী ২৭ মার্চ রাজ্যব্যাপী ওয়েবকুপার বিভিন্ন ইউনিট দিদির হয়ে প্রচারে নন্দীগ্রামে যাবেন। কোলকাতা সন্নীকট অধ্যাপকদের জন্য ধর্মতলা থেকে বাস ছাড়বে। অন্যদিকে ওয়েবকুপার জেলা নেতৃত্বরাও বিভিন্ন জায়গা থেকে বাসে করে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার যুগ্ম আহ্বায়ক সুজয়কুমার মণ্ডল ও অধ্যাপক নন্দকুমার ঘােষ এবং ওয়েবকুপার নদিয়া জেলা কমিটির সভাপতি ড. সােমনাথ ব্যানার্জী জানান, নদিয়া জেলা ইউনিটের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে থেকে বাস রওনা হবে নন্দীগ্রামের উদ্দেশ্যে।
দেশের সবচেয়ে জনপ্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ওয়েবকুপার শিক্ষকেরা নন্দীগ্রামে ভোট প্রচারে যাবে। ওয়েবকুপার কেন্দ্রীয় নেতৃত্ব কৃষ্ণকলি বসুর প্রতিনিধিত্বে এই প্রচারভিযান। অধ্যাপকেরা তাদের প্রচারকে একটি স্লোকে বেঁধেছেন ‘মমতার সঙ্গে আগামীর বঙ্গে’।