এবারের পশ্চিমবঙ্গের মন্ত্রী সভায় সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসছেন প্রাজ্ঞ আইপিএস ড:হুমায়ুন কবির
অনেকদিন পরে মনের মতো একজন দক্ষ উচ্চশিক্ষিত মন্ত্রী আসছেন বাংলার মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপযুক্ত প্রতিনিধি হিসাবে । অভিনন্দন আইপিএস ড:হুমায়ুন কবির । ড: কবির সেই বিরল কিছু আমলা ও পুলিশ কর্তাদের একজন যার সম্পর্কে বলা যায় সরস্বতীর বরপুত্র।
জীববিজ্ঞানে ডক্টরেটের সাথে একজন সুদক্ষ লেখক ও সমাজ কর্মী । তাঁর একাধিক উপন্যাস ,গল্প প্রথম সারির পত্রিকা ,ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ।
অনেকদিন থেকে হুমায়ুন সাহেব কে চিনি কাছ থেকে , এইটুকু নিশ্চিন্তে বলা যায় দিদি মানুষ চিনতে ভুল করেননি । কর্মজীবনেও তিনি মানুষের জন্য নিজের মোবাইল ২৪x৭ খোলা রাখতেন ।
শক্ত হাতে যেমন অসামাজিক কাজ রুখে দিয়েছেন হয়েছেন রাজনৈতিক প্রভুদের বিরাগভাজন কিন্তু শিরদাঁড়া সোজা করে লড়ে গেছেন সকল লড়াই ।
আমার মেয়ে যখন হাসপাতালে নিয়মিত খোঁজ করেছেন দিয়েছেন সাহায্যের আশ্বাস এ কথা হয়তো তাঁর মনে নেই কিন্তু এই বাবার মনে আছে ।
তাঁর চলচিত্র পরিচালনার দিনগুলো তে দেখেছি শিল্পী কবিরের ছোঁয়া । নিজের গল্প ও পরিচালনায় “আলেয়া” সিনেমার প্রিমিয়ারে ডেকে নিলেন আমাকে সপরিবারে , সেই দিন দেখেছিলাম ড:হুমায়ুন কবির মানুষ হিসাবেও অনেক বড় মনের মানুষ ।
আগামীদিনে দিদি যে দপ্তর তাঁকে দায়িত্বে আনলেন আশা করি তাঁর নেত্র্রীত্বে বাংলার সার্বিক উন্নতি হবে ।
আগাম ঈদ মুবারক ও প্রার্থনা রইলো ড:হুমায়ুন কবির ও তাঁর পরিবারের জন্য ।