নেতাজী সুভাষ চন্দ্র বোস – Maramia Spiritual Society – এ ডকুমেন্টারী মহাকালের সান্নিধ্যে – Part 1
Meeting Mahakaal
নেতাজী সুভাষ চন্দ্র বোস এক অনুভূতি ও বোধ কাজ করে সকল প্রকৃত ভারতের নাগরিকদের মধ্যে আর তাই নিয়ে YouTube এর তিন খন্ডে এক ভিন্নধর্মী আলোচনা। খোলা মনে আসুন দেখা যাক সত্যি কি ঘটেছিলো নেতাজীর অন্তর্ধানের পর? সত্যি কি ভগবানজী বা গুমনামী বাবা নাম নিয়ে তিনি ভারতে ছিলেন?
পবিত্রমোহন রায় ছিলেন INA’র Secret Service’র প্রধান। পরবর্তিকালে তিনি ভগবানজীর অনুগামী ও শিষ্য, রহস্যময় সন্ন্যাসীর সাথে ২৩ বছরের অন্তরঙ্গ যোগাযোগ।
তাঁর ছেলে রনেন্দ্রমোহন রায়ের সাথে আলাপচারিতার সুযোগ হয়েছিল দমদমে। তিনি নিজেও বাবার সাথে তিনবার গেছেন ভগবানজীর কাছে। এই আলোচনায় উঠে এসেছে পবিত্রবাবুর দুঃসাহসিক অভিযানের কথা, শৌলমারির সাধুর কথা, ভগবানজীর সাথে দীর্ঘ মেলেমেশার কিছু ঝলক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, তাঁর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও আরও চিত্তকর্ষক নানা বিবরণ ও বিশ্লেষণ।
৪৮ মিনিটের ভিডিও
Amazon-এ জয়দীপ মহারাজের যে সকল বইগুলি পাওয়া যাচ্ছে —
নেতাজী সুভাষ চন্দ্র বোস – Maramia Spiritual Society – এ ডকুমেন্টারী মহাকালের সান্নিধ্যে – Part 1
নেতাজী সুভাষ চন্দ্র বোস – Maramia Spiritual Society – এ ডকুমেন্টারী মহাকালের সান্নিধ্যে – Part 2
***Views expressed purely views of Maramia Spiritual Society, IBG NEWS channel does not agree nor deny any views expressed. Published under freedom of expression***