নেতাজী সুভাষ চন্দ্র বোস এক অনুভূতি ও বোধ কাজ করে সকল প্রকৃত ভারতের নাগরিকদের মধ্যে আর তাই নিয়ে YouTube এর তিন খন্ডে এক ভিন্নধর্মী আলোচনা। খোলা মনে আসুন দেখা যাক সত্যি কি ঘটেছিলো নেতাজীর অন্তর্ধানের পর? সত্যি কি ভগবানজী বা গুমনামী বাবা নাম নিয়ে তিনি ভারতে ছিলেন?
অন্তিম পর্ব
সামরিক কৌশল বিশেষজ্ঞ ও বিশিষ্ট নেতাজী অনুরাগী ডঃ শঙ্কর কুমার চ্যাটার্জি এই শেষ পর্বে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন;
- ১৯৭১’এ বাংলাদেশ মুক্তি যুদ্ধে নেতাজী কতটা নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন? পশ্চিম পাকিস্তানের জেলে বসে জুলফিকার আলি ভুট্টোর মুখে কোন্ খবরটা শুনে চমকে উঠেছিলেন বঙ্গবন্ধু মুজিবর রহমান? বাংলাদেশের মুক্তি আন্দোলনে সেখানকার হিন্দু বুদ্ধিজীবিদের কতটা ভূমিকা ছিল? জেনারেল মানেকশ’কে নিয়ে কিছুটা সন্দিহান হয়ে উঠেছিলেন কেন ইন্দিরা গান্ধী? কেন ১৯৭২ সালে এই মুক্তিযুদ্ধ সংক্রান্ত সমস্ত দলিল ফোর্ট উইলিয়ামে পুড়িয়ে দেওয়া হোল?
- বর্তমানে গোটা বিশ্ব এক সংকট ও অনিশ্চয়তার মধ্যে আছে। এই সময়টা নিয়ে কী ভবিষ্যতবাণী করেছিলেন ভগবানজী? আমরা কি সভ্যতার এক বাঁকে এসে দাঁড়িয়েছি? ভারতবর্ষের সেই আদি সনাতন কন্ঠ কি এবার জেগে উঠছে?
- উনি কি এখনও শরীরে আছেন? ১৯৮৫’র ১৬’ই সেপ্টেম্বরে কার মৃত্যু হয়েছিল ফৈজাবাদে? আজ আপাতদৃষ্টিতে ভাল-মন্দ যাই ঘটুক না কেন, অন্তরালে কি কোন এক বিশেষ শক্তির সুদূরপ্রসারী ইঙ্গিত কাজ করছে?
নেতাজী সুভাষ চন্দ্র বোস – Maramia Spiritual Society – এ ডকুমেন্টারী মহাকালের সান্নিধ্যে – Part 1
নেতাজী সুভাষ চন্দ্র বোস – Maramia Spiritual Society – এ ডকুমেন্টারী মহাকালের সান্নিধ্যে – Part 2
***Views expressed purely views of Maramia Spiritual Society, IBG NEWS channel does not agree nor deny any views expressed. Published under freedom of expression***