নেতাজী সুভাষ চন্দ্র বোস এক অনুভূতি ও বোধ কাজ করে সকল প্রকৃত ভারতের নাগরিকদের মধ্যে আর তাই নিয়ে YouTube এর তিন খন্ডে এক ভিন্নধর্মী আলোচনা। খোলা মনে আসুন দেখা যাক সত্যি কি ঘটেছিলো নেতাজীর অন্তর্ধানের পর? সত্যি কি ভগবানজী বা গুমনামী বাবা নাম নিয়ে তিনি ভারতে ছিলেন ?
প্রথম পর্ব – মহানিষ্ক্রমণ, দলাই লামা ও ভারত-চীন যুদ্ধ।
একনিষ্ঠ নেতাজী অনুরাগী ও গবেষক ডঃ শঙ্কর কুমার চ্যাটার্জি ভারতীয় সামরিক ইন্টেলিজেন্সের সাথে যুক্ত ছিলেন। দেশনায়ক’কে নিয়ে বহু গুরুত্বপূর্ণ ও মূল্যবান তথ্য তিনি তুলে ধরেছেন একটি দীর্ঘ সাক্ষাৎকারে।
আলোচিত হয়েছে,
- ১৯৪১ সালের ১৬’ই জানুয়ারি ঠিক কিভাবে নেতাজী বেরিয়ে গিয়েছিলেন এলগিন রোডের বাড়ি থেকে? সেই বিষয়ে নানা বিতর্ক ও তিনটি প্রধান আখ্যান রয়েছে। কোন্টা গ্রহণীয়?
- তরুণ দলাই লামা’কে কম্যুনিস্ট চায়না অপহরণ করতে চেয়েছিল। চীনের সেই বিশাল শক্তির চোখে ধুলো দিয়ে কিভাবে, ও কার পরামর্শে, অনুপ্রেরণায় ও সামরিক কৌশলের বলে তিনি ২০০০ সঙ্গীসাথী নিয়ে চলে আসতে পারলেন ভারতে?
- ১৯৬২’তে চীন কেন আক্রমণ করল ভারত’কে? কেনই বা তারা অসমের সমতল অব্দি নেমে এসে আবার ফিরে গেল ম্যাকমোহন লাইনের ওপারে? কার ভূমিকা এক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠেছিল?
Episode 1
নেতাজী সুভাষ চন্দ্র বোস – Maramia Spiritual Society – এ ডকুমেন্টারী মহাকালের সান্নিধ্যে – Part 1
নেতাজী সুভাষ চন্দ্র বোস – Maramia Spiritual Society – এ ডকুমেন্টারী মহাকালের সান্নিধ্যে – Part 2
***Views expressed purely views of Maramia Spiritual Society, IBG NEWS channel does not agree nor deny any views expressed. Published under freedom of expression***