সুনন্দ মিত্র
টেনিদা চাকরি তো পাচ্ছি, না, তাই আমি নেতা হবো, হাসি হাসি মুখে বললো প্যালা ।
অমনি পটলডাঙার রকে প্যালা খেলো এক বিরাশিক্কার থাপ্পড়, টেনিদার কাছে । হাবুল বললো মারল ক্যান ওরে? এখন তো সকলেই করতাছে ।
ক্যাবলা চশমার ফাঁক দিয়ে নাকের ডগায় প্রশ্নটা ঝুলিয়ে রাখলো কিন্তু করলো না ।
টেনিদা বললো রাজনীতিক দলের সদস্য হবে? এটা কি ব্রিটিশ ভারত আছে রে । রাজনীতি করতে গেলে কত গুন্ থাকতে হয় জানিস?
আগে কিছু খুবই সাধারণ যোগ্যতার লোক করতেন এই ধর দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজী সুভাষ গান্ধীজী, নেহেরু ড: বিধান রায় ।
কয় কি, এরা সাধারন লোক, হকোলে তো যারে কয়, দেবতুল্য মানুষ, হাবুল অবাক । টেনিদা মাথা নেড়ে বললো ঠিক কথা, কিন্তু আমি কেন বললাম? তবে শোন আজকের নেতাদের গুণগুলো এঁনারা কোনোদিনও চরিত্রে আনতে পারতেন না ।
এই বলে টেনিদা বলা শুরু করলেন ।
রাজনীতি:- ভারতবর্ষের সব থেকে বড় ব্যবসা হলো রাজনীতি, ব্যবসা না বলে corporate houseই বলা ভালো, ছোট বড় branch office থেকে head office সবই আছে, অফিসগুলো ক্ষমতা দম্ভ ঐশ্বর্য্যের গন্ধে মঃ মঃ করে, যেখানে অন্যান্য houseএ লোক ছাঁটাই চলছে সেখানে এদের বেশ রমরমিয়েই চলছে, উত্তরোত্তর কর্মী সংখ্যা বেড়েই চলেছে, আর বাড়বে নাইবাই কেন? মানুষ চাকরি বা ব্যবসা করে কেন? অর্থের জন্যে, তাইতো? তাও তার জন্যে যথোপযুক্ত শিক্ষাগত যোগ্যতার মানপত্র প্রয়জন আর না হলে অর্থের প্রয়জন, তাও অনেক সময়ই উপযুক্ত পারিশ্রমিক বা মুনাফা পাওয়া যায় না, অন্যদিকে রাজনীতিতে অতি অল্প সময়ে অর্থ যশ প্রতিপত্তি *(মান সন্মান!) সবই পাওয়া প্রায় বিনা শ্রমে। আর যোগ্যতার কোন মানদণ্ডও নেই, পড়াশুনার বালাই নেই আদব কায়দা আচার বিচার নাহয় ছেড়েই দিলাম।
তবে সব কাজেরই কোন না কোন যোগ্যতার মাপকাঠি থাকে রাজনীতিও তার ব্যতিক্রম নয়, যেমন
১) মিথ্যা ভাষণে পারদর্শী,
২) পরিচালন ক্ষমতা (ব্যবসাকে থুড়ি দলকে কিভাবে রুহ থেকে মহীরুহ করা যায় এই আর কি, সোজা কথায় strategy makers যারা হয়কে নয় আর নয়কে হয় করতে পারদর্শী।
৩)দূরদর্শিতা বা অনুধাবন ক্ষমতা (মানে কখন পাল্টি মারতে হবে ওই অনেকটা share marketএর মত কোন দলের অবস্থা কেমন সেটা আঁচ করে দলবদল, সোজা কথায় ফায়দা কোথায় বেশি অবশ্য সাথে securityটাও দেখতে হবে)
৪) intelligent এবং সর্বজন গ্রহণযোগ্য একটা ইমেজ থাকাটা অবশ্যই জরুরি।
৫)সাহসী ঝুঁকি নেওয়ার ক্ষমতা
৬) এদের তেমন যোগ্যতা বা গুরুত্বের প্রয়জন নেই গায়গতরে খাটতে পারে instruction followers (ওই বোম মারা তোলাবাজি বিভিন্ন অসামাজিক কাজে পটু এই আরকি)
৭) এলেবেলে ওই দল ভারী করা আর কি) এদের কোন post হয়না lamppost। As per Merritt এরা পোস্ট পায় তবে think ট্যাংকের বাইরে কারোরই কোন ক্ষমতা থাকেনা যো হুজুর থেকে ফোঁস করলেই লাথ খাবে।
তেমন একটা investment নেই, লোকসানের সম্ভাবনা ০%, লাভ unlimited সাথে উপরি পাওনা মান সন্মান ক্ষমতা এগুলোতো আছেই। এখন প্রশ্ন ব্যবসা মানেই ক্রয়বিক্রয়, তাহলে এদের product কী? তাহলে প্রথমে সেলসের কথা বলতে হয়, sales mainly দুরকমের
১) Commodity
২) Concept।
এরা commodityটাকে নিয়ে নেয় conceptটাকে বেচে দেয় একটা উদাহরণ দিলে হয়ত ব্যাপারটা পরিষ্কার হবে ( ধরুন কোন প্রাকৃতিক বিপর্যয় হলো তার জন্যে ত্রাণ এলো, চাল ডাল মুড়ি ত্রিপল ইত্যাদি ইত্যাদি সেগুলো বেচে দেওয়া যেতে পারে । তারপরে সেই দুর্যোগ কবলিত মানুষদের সাহায্যার্থে পুনরায় অনুদান চাঁদা সংগ্রহ করে সেটারও বেশিরভাগ আত্মস্থ করার সুযোগ থাকে)।
তবে এদের রোজগারের আরও পথ আছে। যেমন কৃত্রিম সমস্যা তৈরি করে তারপর সেই সমস্যার সমাধান করা, এবং এর পরিবর্তে মোটা অংকের টাকার লেনদেন, কাটমানি, তোলাবাজি সিন্ডিকেট রাজ এসবত আছেই। ওঃ কোন কোন দল আবার ভিক্ষের অন্তরালে তোলাবাজি করে, আর ভিক্ষে না দিলে গান করে ভিক্ষে চায়, “ওরা আমাদের, গান করলেও ভিক্ষে দেয় না” অবশ্য বান্ডুপন্থিদের কথা যত কম বলা যায়, ততই ভালো। সাথে আছে মানুষকে বোকা বানানোর একটা সহজ উপায় কেন্দ্র রাজ্যের লুকোচুরি খেলা, রাজ্য বলে কেন্দ্রের বঞ্চনার কথা আর কেন্দ্র বলে অপশাসনের কথা, কিন্তু মজার কথা হলো, কেউই প্রমাণ দেয়না, আর পণ্য আছে ছাগলের তৃতীয় সন্তান জনতা তারা তিরিংবিরিং করে লাফায়। এ এক মজার জিনিশ জনতার হাতে প্রতিবাদের লেবেঞ্চুস ধরিয়ে দাও তারা তাতেই মশগুল হয়ে থাকবে, বুঝতে পারলেন না তাইতো ধরুন ফ্রান্সে কোন অনৈতিক কাজ হয়েছে তার প্রতিবাদে পণ্য বয়কট, বা Israel Palestine কে মেরে তাদের হৃত সাম্রাজ্য পূরদ্ধার করছে তার প্রতিবাদে ভারত উত্তাল, যেন ওরা ভয়ে লেজ গুটিয়ে গর্তে ঢুকে পড়বে, যতসব আহাম্মকের দল sorry দল তো আহাম্মক নয়, দলতো জেনে বুঝেই এটা করেছে| যাতে আহাম্মকগুলো তাদের নূন্যতম প্রয়জনিয়তা ভুলে কাকের পেছনে ছুটতে থাকে। এরা জানে কিভাবে তাদের পণ্য বিক্রয় করতে হয়, আর ওপরওয়ালার আশীর্বাদ তো এদের মাথায় শতহস্তে বর্ষিত হচ্ছে| বুঝতে পারলেন না তাইতো? (প্রাকৃতিক দূর্যোগ, মহামারী) এসব নাহয় ছেড়েই দিলাম। ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ।
না, আমি কোনভাবেই রাজনৈতিক নেতা বা তাদের দলকে কোনভাবেই দোষ দেবনা, তারা তাদের কাজে ১০০% সফল তাদের কাজই তো লেলিয়ে দেওয়া তুমি নিজের কানে হাত না দিয়ে কাকের পেছনে ছুটলে কেন? জাতপাত ধর্ম এগুলো তাদের পণ্য, তুমি ক্রেতা হলে কেন? কেন তুমি ভিক্ষে দিয়ে ভিখিরি করলে দায় তো নিতেই হবে।
সুতরাং এর দায়ভারও তো আমাদেরই তাই নয় কি? এর ঘাড়ে, তার ঘাড়ে দোষ না চাপিয়ে সত্যটাকে স্বীকার করে মুক্তির উপায় নিজেদেরই বার করতে হবে। এর থেকে মুক্তির একটাই উপায় মানুষ হবার প্রকৃত শিক্ষা আর কঠিন শ্রম সাথে দেশ গড়ার ইচ্ছা ওই আগে বলা সাধারণ মানুষগুলো দের মতো ।
কি বুঝলি হাঁদার দল? নেতা আর হবি?
এর মধ্যে ক্যাবলা সবুজ দলের বিজয়ের বিরিয়ানি আর হলুদ দলের প্রধান বিরোধী সম্মানের লাড্ডু নিয়ে এসেছে কোথা থেকে ।
বললো, দুই দলের দাদাদের গোপন আড্ডায় একসাথে পার্টি চলছে| আমি দেখে ফেলেছিলাম তাই বললো “টেনির দলের ভাগ নিয়ে যা”।না অনৈতিক হলেও কাজ সততার সাথে করছে । কি বোলো ?
টেনিদা অনিচ্ছা সত্ত্বেও বললো ডিলাগ্রান্ডি আমরা বললাম, মেফিস্টোফিলিস ।