কুলপির বেলপুকুরে রান্না করা খাবার, ফিনাইল,ব্লিচিং ও জিওলিন দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ
সুপ্রকাশ চক্রবর্তী,কলকাতা , ৩১ মে ২০২১
দক্ষিন ২৪ পরগনার জেলার কুলপি ব্লকের বন্যা কবলিত এলাকায় ত্রাণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলপুকুর শাখা।
ইয়াসের প্রভাবে এবং ভরা কোটালে দক্ষিন ২৪ পরগনার বেলপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমুদ্রের জল ঢুকে পড়ে। ইয়াস চলে যাওয়ার পর ৫ দিন কেটে গেলেও এখোনো বেলপুকুর এলাকার বেশিরভাগ বাড়িতে জল। এই পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা সেখানের প্রায় ৫০০ পরিবারকে দু বেলা রান্না করা খাবার দিচ্ছে। এর পাশাপাশি এলাকায় ত্রিপল, ফিনাইল, ব্লিচিং পাওডার, সাবান ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে মানুষের চাহিদা মতো।
রবিবার কুলপি ব্লকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার।

তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের কাজের প্রশংসা করে নিজে আরও ৫০ টি ত্রিপল গ্রামবাসীদের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুলপি ব্লক সভাপতি চিত্তরঞ্জন হালদার,সংঘের স্বেচ্ছাসেবক সতিনাথ হালদার প্রমুক।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ওই এলাকার মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার পাশাপাশি এলাকার পরিবেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।