মায়াঙ্কুর এর প্রোমোশনে “মায়া-বিভ্রম”- এর শিকার ছবির নির্দেশক, তৈরি হলো চূড়ান্ত বিশৃঙ্খলা?
কলকাতায় এন্টালির কাছে, শাহিদ শাহি দরবার রেস্টুরেন্টে কিছুদিন আগেই এ এন প্রোডাকশন এর তরফে আয়োজিত হয়েছিল এক সাংবাদিক সম্মেলন তাদের নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি মায়াঙ্কুর এর প্রমোশনের উদ্দেশ্যে । ছবির নির্দেশক স্বস্তিকা রায় জানিয়েছেন যে এটি একটি “সাইক্রিয়াটিক ক্রাইম থ্রিলার”। ছবির সহকারী নির্দেশক চয়ন মুখার্জি। মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্চিতা রায়, গুড্ডু এবং প্রণয় গুপ্তা। কিন্তু এই সুপরিকল্পিত অনুষ্ঠান এর ছন্দপতন ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ছবির নির্দেশক স্বস্তিকার দেখা দিল মানসিক সমস্যা, তৈরি হলো এক চূড়ান্ত বিশৃঙ্খলা।
কিন্তু এর পুরোটাই ছিল সংবাদ মাধ্যমের ভিতর আকর্ষণ সৃষ্টি করার এক সৃজনাত্মক চেষ্টা ।
আজ রিলিজ হলো মায়াঙ্কুর টিজার ।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID