কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য
By PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ই জুন, ২০২১
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের পরিমাণ নিম্নমুখী । এই সংখ্যা আরো কমে হয়েছে ১০,২৬,১৫৯ ।
গত চব্বিশ ঘন্টায় সক্রিয় সংক্রমিতের পরিমাণ কমেছে ৫৪,৫৩১।
গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০,৮৩৪জন , যা ৭১ দিনের মধ্যে সর্বনিম্ন।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লক্ষ ৪৩হাজার ৪শো ৪৬।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১,৩২,০৬২ জন।
পর পর ৩১ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী।
কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯৫.২৬%।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ৪.৭৪%।
পরপর ২০ দিন দৈনিক সংক্রমিতের হার ১০%র কম౼আজ এই হার ৪.২৫%।
নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭.৮১ কোটি।
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ২৫ কোটি ৩১ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID