মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত,বৈষ্ণবনগর বিধানসভার কৃষ্ণপুর,বাখরাবাদ, পারদেওয়ানাপুর ,কুম্ভীরা অঞ্চলএবং ফারাক্কা বিধানসভার কুলিদিয়ার,পারসুজাপুর এবং হোসেনপুর অঞ্চলের প্রায় ২০ হাজার পরিবার বন্যা কবলিত গত ১৫.০৮.২১ থেকে।এমনকি একই পরিবারের তিন জন জলে ডুবে মারা ও গেছেন অথচ রাজ্য সরকারের কোনো হেলদোল নেই।
মিডিয়াও নীরবতা পালন করে খেলা উৎসব নিয়ে মেতেছে।স্থানীয় মানুষরা না খেতে পেয়ে প্রতিকূল পরিবেশে বাঁচার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি
1।প্রায় 20হাজার পরিবার বন্যাকবলিত।
2।প্রায় 2000 হাজার পরিবার নিজের বাড়ি ছেড়ে স্থানীয় সরকারি স্কুলে আশ্রয় নিয়েছে।
3।প্রায় 200 বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে।
4।প্রায় 2000 হাজার বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত।
5।পাটচাষ এবং সবজি চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
6।3000 হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে।
7।এই এলাকার প্রধান 3টি রাস্তা পুরোপুরি ভেঙে গেছে এবং যোগাযোগ পুরোপুরি বিছিন্ন।
8।এখনো পর্যন্ত 6 জন মানুষ বন্যার জলে ডুবে মারা গেছেন।
(তথ্য স্থানীয় সূত্রে প্রাপ্ত, আধিকারিকদের অনুরোধ সত্যতা যাচাই করে মানুষের পাশে সাহায্য বাড়িয়ে দিন।)
Photo and Reporting by Anirban Chakraborty
(তথ্য স্থানীয় সূত্রে প্রাপ্ত, আধিকারিকদের অনুরোধ সত্যতা যাচাই করে মানুষের পাশে সাহায্য বাড়িয়ে দিন।) (তথ্য স্থানীয় সূত্রে প্রাপ্ত, আধিকারিকদের অনুরোধ সত্যতা যাচাই করে মানুষের পাশে সাহায্য বাড়িয়ে দিন।) (তথ্য স্থানীয় সূত্রে প্রাপ্ত, আধিকারিকদের অনুরোধ সত্যতা যাচাই করে মানুষের পাশে সাহায্য বাড়িয়ে দিন।) (তথ্য স্থানীয় সূত্রে প্রাপ্ত, আধিকারিকদের অনুরোধ সত্যতা যাচাই করে মানুষের পাশে সাহায্য বাড়িয়ে দিন।) (তথ্য স্থানীয় সূত্রে প্রাপ্ত, আধিকারিকদের অনুরোধ সত্যতা যাচাই করে মানুষের পাশে সাহায্য বাড়িয়ে দিন।)