প্রেস বিজ্ঞপ্তি:
“Media at Door – দুয়ারে সাংবাদিক” – মানুষের পাশে থেকে লড়াই শুরু অধিকারের
মানুষের আশীর্বাদ কে শেষ কথা জেনে সবাই প্রতিশ্রুতি দেয় নির্বাচন জেতার তার পর শুরু হয় “আসল খেলা” ।
এই বার মানুষ কে তার অধিকার প্রতিষ্ঠা করতে আইবিজি নিউজ শুরু করছে “দুয়ারে সাংবাদিক” প্রকল্প । ঘরে বসে নিজের মোবাইল থেকে আপনার সরকারি পরিষেবা পেতে কোনো সমস্যা হলে মেইল করুন [email protected] এই ইমেইলে । আমাদের প্রতিনিধি সমস্যার যত্ন ও গুরুত্ব সহ বিবেচনা করবেন এবং সকলের জ্ঞাতার্থে প্রকাশিত করবে সম্পূর্ণ বিনা মাশুলে।
আমাদের অনুরোধ সরকার মানুষের সাহায্যের জন্য প্রকল্প তৈরী করে, কিন্তু কিছু অসাধু মানুষের কারণে সমগ্র ব্যবস্থা ব্যার্থ হয় । তাই আসুন সকলে মিলে সরকার ও প্রশাসন কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করে এক সমৃদ্ধ বাংলা তথা ভারত গড়ি ।
মাননীয়া মুখ্যমন্ত্রী ও সম্মানিত প্রধানমন্ত্রী সহ সকল নেতৃবৃন্দ কে অনুরোধ, আপনাদের একান্ত সহযোগীতা ও পথ নির্দেশ সহ, সকল প্রশাসনিক কর্তাদের তথ্যের অধিকার আইনের এই প্রচেষ্টা কে সাহায্য করুন। মানুষের পাশে থাকার অঙ্গীকারকে বাস্তবায়িত হতে কি সমস্যা হচ্ছে জানার মাধ্যমে,সমস্যার সমাধান করুন। টুগেদার উই ক্যান এন্ড উই শ্যাল ওভারকাম আওয়ার প্রবলেমস ।
সকল সাংবাদিক ও সাধারণ নাগরিক বন্ধুদের সেচ্ছাসেবক হিসাবে এই প্রকল্পে যুক্ত হতে আহ্বান জানাচ্ছে আইবিজি নিউজ ।
এই দেশ আমাদের সকলের এবং এই পরিষেবা দ্বায়িত্বশীল সংবাদ পরিবেশক হিসাবে আমাদের ও কর্তব্য । আপনাদের সকলকে অনুরোধ আপনাদের মতামত দিয়ে এই পরিকল্পনাকে আরো মজবুত করি ।
পরিশেষে ধন্যবাদ জানাই আমাদের সকল মিডিয়া কর্মীদের যারা আমারদের প্রেরণার কারণ । আমাদের সদস্য অনির্বান চক্রবর্তী এই প্রকল্পের রূপকার, তাঁকে সম্মানের সাথে ধন্যবাদ জানাই মানুষের জন্য এই প্রকল্পের ভাবনা ১৫ই অগাস্ট ২০২১ নিয়ে আসার জন্য।
আসুন দুর্নীতির বিরুদ্ধে কলম হোক আমাদের অস্ত্র আর সৎ মানসিকতা হোক ঢাল ।
Jai Hind.
ধন্যবাদ সহ
চিফ এডিটর অফিস
www.ibgnews.com