অবিলম্বে পঠনপাঠন চালুর দাবিতে যাদবপুর ইউনিভার্সিটির সামনের রাস্তাতেই প্রতীকী ক্লাস শুরু
অনির্বান চক্রবর্তী, কলকাতা
পান্ডামিকের আতঙ্কে দেশে লেখাপড়া বন্ধ, সকলের কাছে দামি মোবাইল বা ল্যাপটপ নেই ফলে লেখাপড়া বন্ধ প্রায় দেড় বছর । এই অবস্থায় একদল ছাত্র ও শিক্ষক প্রতিবাদে রাস্তা আটকে শুরু করলেন প্রতীকী ক্লাস ।
যাদবপুর ইউনিভার্সিটির সামনের রাস্তায়, এই ভাবে ক্লাস হতে দেখে পথচলতি মানুষ অবাক। অনেকেই বললেন, সব হচ্ছে শুধু লেখাপড়া নেই । কিছু মানুষ আবার বললেন, দেশের অন্য জায়গায় ক্লাস শুরু হচ্ছে আমাদের হোক ।
কিন্তু যানজটের ভয়ে অনেকেই আবার তির্যক মন্তব্যও করছেন ।
কিন্তু, বিষয় যখন লেখাপড়া কেউ কিন্তু বিরোধিতা করার কথা বলছেন না। মানুষ কিন্তু জীবন আর জীবিকার লড়াইয়ে ক্রমশ বিপন্ন হয়ে পরছে, লেখাপড়া মৌলিক অধিকার এবং তা নিশ্চিৎ করাই উচিত সকল পক্ষের কিন্তু, প্রশাসন কে বিব্রত করতে গিয়ে, আসল উদ্দেশো নষ্ট হওয়া উচিত নয় । রাস্তা বন্ধ করে নয় , স্কুল কলেজই শুরু হোক আবার লেখাপড়া ।
Jadavpur Class on Road started in protest Jadavpur Class on Road started in protest Jadavpur Class on Road started in protest Jadavpur Class on Road started in protest Jadavpur Class on Road started in protest