কিছু বেদনার মাঝেও ভারত বেঁচে থাকে, প্রতিটি ফুটপাথে
অভিজিৎ পাল , কলকাতা
একটা আধটা, আধলা… দলছুট হয়ে কাল দেখলাম পড়েছিলো রাস্তার পাশে..মানুষের যেমন নামকরণ হয় ইটের’ও হয়, জানলাম… .বৃষ্টি ভেজা রাস্তাই ঘর হয়ে ওঠে মানবিক উঠোন… আমার আপনার নয়,
যারা ফুটপাথে বাঁচেন তাদের কথা বলছি… আমরা যারা থুতু, পানের পিক, দামী গুটকার দাগে এমন জায়গা প্রতিনিয়ত রাঙিয়ে যাই… ভুলেই যাই এমন জায়গা কারোর ঘুমের, খেলার, বড় হওয়ার, শৈশবের, মা এর, ভিক্ষার, পড়ার জায়গা.. এবং অবশ্যই পোরে মার খাওয়ার জায়গা
আসলে ভারত তো শুধু উঁচু ফ্ল্যাট বাড়ির নয়, দামী গাড়ির’ও নয়, পিৎজা বা আইনক্সের নয়…
“ভারত” সেই সমস্ত মানুষের যাদের জন্য এমন মাঝে মধ্যে রাস্তায় পড়ে থাকা দু একটা আধলা ইটের মাইল ফলক…
“ভারত” বলতে পুরো দেশের আনাচে কানাচে লেগে থাকা সব কিছু যা আমাদের মতো শ্রেণীশত্রুদের
জন্য ধ্বংস হচ্ছে…. “ভারত” একটা ভাবনা, একটা আদর্শ আর এই রাস্তার পাশে পোরে পোরে যারা মার খায় তাদের ঘুরে দাঁড়ানোর’ও বিপ্লব…
কোন এক বাড়ি তৈরীর শ্রমিক সযত্নে এটিকে রেখে দিয়ে গ্যাছেন ….
কেননা, উনি জানতেন যাদের নিয়ে ইতিহাস তৈরী হয় তাদের সব্বার আগে মরতে হয়..
তাই জলে খাওয়া, শ্যাওলা ধরেও “ভারত ” একটা ইটের’ও মার্কা হয়ে উঠতে পেরেছে..
এটাই “ভারত ” এটাই তার প্রতিনিধিত্ব… শক্তির জায়গা..
আমার ভারতের অবস্থান… তাই হয়তো
এক একটা ইটও সেই গল্প বলে .
কেননা আগুনের যে ছায়া নেই ..
@অভিজিৎ