দুয়ারে সাংবাদিক – দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত দমদম রোড এবং বাগজোলা খাল ব্রিজ যমের দুয়ারে
সুমন মুন্সী, কলকাতা
দমদম অঞ্চলের অন্যতম প্রধান রাস্তা দমদম রোড, চিড়িয়ামোড় থেকে নাগেরবাজার সংযোগ করি এই রাস্তা দমদমের লাইফলাইন । আর এই রাস্তার অবস্থা যমের দুয়ারে পৌঁছে দেবার অন্যতম কারণ এখন ।
বাগজোলা খালের ওপর ব্রিজ বিপদজনক ভাবে ভেঙে গেছে প্রশাসন একটা কোনো রকমে পাঁচিল দিয়েই দায়িত্ব শেষ করেছে আর বাস চলাচল বন্ধ করেছে, লরি যাতায়াত বন্ধ ।
শুধু এই নয় ছাতাকল থেকে রেলস্টেশন পর্যন্ত্য রাস্তায় প্রচুর গর্ত যে কোনো সময় এক্সিডেন্ট হতে পারে । রেল ব্রিজের নিচে চিড়িয়ামোড় থেকে নাগেরবাজারে যাওয়ার দিকে যেতে যে আন্ডারপাস আছে, সেটি বিপদজনক গর্তের কারণে জল জমলেই যমের দুয়ারে যাওয়ার প্রসস্তপথ।
দক্ষিণ দমদম পৌরসভার অসীম উন্নয়নের বিপরীত চিত্রে এই রাস্তা সত্যিই জনমানুষের খবর কারণ ।
দুয়ারে সাংবাদিকের পক্ষে প্রশাসন কে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানাই ।
Dum Dum Road in very Bad Condition Dum Dum Road in very Bad Condition