মহাকালের ব্ল্যাকহোল
পলাশ বন্দ্যোপাধ্যায়,১১.১০.২০২১
কেটে গেছে প্রায় পঁয়তাল্লিশটা বছর।
তবু মনে হয় পরশু দিনের ঘটনা।
আমাদের দশ বছরের পুজোটা ছিল অন্য।
পুজোটা, মানে দুগ্গাপুজো।
দুগ্গাপুজো মানে, ‘পুজোটা’।
আমরা বড়রা ছোট ছিলাম তখন।
ছোটরাও ছোট ছিলাম।
আমাদের চটি না পরা খালি পায়ে
শিশির মাখা দুব্বঘাস ছুঁত।
শীত শীত লাগত আশ্বিনের প্রথম থেকে।
পুরোনো শিউলি গাছের গোড়ায়
শুঁয়োপোকা জড়িয়ে থাকত
প্রেমিকার মতো।
আমরা ভোর ভোর ভোরঘুম থেকে উঠে
ছুট্টে চলে যেতাম ফুল কুড়াতে।
আমি, গোপাল, মুন্নি, তিন্নি।
সে ফুল এখনকার মতো বারোমেসে নয়।
বাস পাওয়া যেত দূর থেকে।
আমাদের পাড়ার ছোট্ট পুজো।
ছোট্ট আয়োজন।
নাটমন্দিরের লাগোয়া মাঠে
নিজেদের তৈরি প্যান্ডেল।
শ্যামল মামার তৈরি মূর্তি।
বিপিন জ্যেঠু পুরোহিত।
বিধান কাকু ঢাকি।
মাসি,পিসি, মা, মামীরা হত্তাকত্তা।
নিজেদের টাকা। নিজেদের পুজো।
মাইকে উদ্দাম সুরে হিন্দি গান নয়,
আগমনী গান বাজত।
দূষণের উদ্দাম নাচ,
ধুলো, ধোঁয়া, দূষিত করত না
সাদা কাশ আর হিমেল হাওয়াকে।
শরতের পেঁজা তুলো মেঘ আর
নীল আকাশের সঙ্গে
তারাও তাদের শুচিতা নিয়ে শরিক হতো
আমাদের পুজোর।
ষষ্ঠীর বোধন থেকে নবমীর রাত পর্যন্ত
পাড়ার কোনো বাড়িতে রান্না হতো না।
আমাদের ছোট পাড়ার ছোট পুজোতে…
ছোট ছোট সংসারগুলো মিলে
বড় সংসার হয়ে যেত সে চারদিন।
অনেকটা, ছোট ছোট নদীর সমুদ্রে পড়ে
তার ঢেউয়ে মিশে যাওয়ার মতো।
আমাদের ঠাকুর আমাদেরই ছিল। বিসর্জন হতো রীতি মেনে
হ্যাজাক জ্বেলে, দশমীর সন্ধ্যায়।
বিসর্জনের পর মনখারাপ হতো আমাদের।
বড়রা সে মনখারাপ লুকিয়ে রাখতেন।
যেমন অনেক কিছু
লুকিয়ে সামলে রাখেন তাঁরা।
তারপর প্রণাম, আশীর্বাদ আর
নারকোল নাড়ু পর্বের শেষে
আবার আমরা দিন গুনতাম
পরের পুজোর।
সেসব পঁয়তাল্লিশ বছর আগেকার কথা।
মনে হয় পরশু দিনের।
নেই। নেই এখন আর।
ছোটদের চোখ এখন হয়ে গেছে
বড়দের বিস্ময়হীন চোখের মতো।
আশ্বিনের আগে ভাদ্র নেই।
গাঁয়ের বউ মেয়েদের গেরস্থের উঠোনে উঠোনে ভাদু নাচানো নেই।
আমাদের মামাবাড়ি যাওয়ার আনন্দ নেই।
গত পরশুদিন শেষ হয়ে গেছে সব।
সভ্যতার অতল গহ্বরে এভাবে প্ৰতি মুহূর্তে,
শতাব্দীপ্রাচীন জীবন,
জীবনবোধ আর সভ্যতা হারিয়ে যায়।
আগামীর জাঁকজমকে,
অতীতের স্মৃতিচারণ করা ছাড়া
আমাদের আর কিছু করার ক্ষমতা নেই।
দিনগুলো ফিরে আসে না আর।
পঁয়তাল্লিশ বছর আগের সে ‘পরশুদিন’
প্রতিদিন প্ৰতি মুহূর্তে চলে যায়
মহাকালের ব্ল্যাকহোলে।
যেমন গেছে আমাদের দিনগুলো।

Poet Dr. Palash Bandopadhyay popular pediatrics expert with Post Graduate of Pediatric Nutrition,(Boston University). Doctor, Author, Poet, and a beautiful mind. He, always a great content provider for the readers with value to the core of the subject.