দুয়ারে সাংবাদিক – ভক্তি ও শ্রদ্ধায় আদর্শ বিরাটির নবদর্শ কোঅপারেটিভ হাউসিং সোসাইটির পুজো
থিমের পুজোর ঠ্যালায় যখন পুজোর রূপ,রস বর্ণ ক্রমশ পিছনের সারিতে, ঠিক তখনি মনের মাধুরী মিলিয়ে প্রাণের আবেগে পুজোর আয়োজন দেখতে আসুন বিরাটির নীলাচলের নবদর্শ কোঅপারেটিভ হাউসিং সোসাইটির পুজোয় ।
একটুকরো হারিয়ে যাওয়া অতীতের সেই আন্তরিক মাতৃবন্দনায়রত এলাকার ছেলে বুড়ো সকলে । নিজেরাই উদ্যোগী হয়ে হাত লাগান পুজোর কাজে। নিষ্ঠাভরে বিধি মেনে চলে পুজোর কাজ অথচ সকলকে নিয়ে একসাথে সুশৃঙ্খল ভাবে করোনা বিধি মেনে চলছে উৎসব। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে এলাকার মানুষের কাঁসর ঘন্টার বাদন বা উলুধনি সাবেকি পুজোর সুগন্ধ কে আরো মনের কাছাকাছি নিয়ে আসে ।
এলাকায় গিয়ে পুজোর অনুষ্ঠান দেখে এলেন আমাদের প্রতিনিধি। প্রত্যেক মানুষের মুখে এক অনাবিল আনন্দ কিন্তু আনন্দ কিন্তু অতিব্যয়ের কোনো অনাবশ্যক আড়ম্বর কোথাও নেই । এই বিষয়ে এলাকার মহিলাদের বক্তব্য পুজো আমাদের একসূত্রে বেঁধে রাখে সারাবছর। আমরা সকলে একে অপরের প্রতিবেশী নই, পরিবারের একজন হয়ে যাই এই পুজোয়।
অনন্য পুজোয় যখন করোনা বিধির নিয়ম কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আতঙ্ক ছাড়াচ্ছে, ঠিক তখন এই পুজো সবাই কে জানাচ্ছে এভাবেও উৎসবের মেজাজ বজায় রেখে সমাজের কল্যাণের জন্য প্রশাসনিক নিয়ম কে মানা যায়।
অভিনন্দন বিরাটির নবদর্শ কোঅপারেটিভ হাউসিং সোসাইটির সকল অধিবাসী বৃন্দকে আপনাদের দেখানো পথ অন্যদের অনুপ্রাণিত করুক ।
Durga Puja 2021 – Navadarsha Co-operative housing society,Nilachal,Birati Durga Puja 2021 – Navadarsha Co-operative housing society,Nilachal,Birati Durga Puja 2021 – Navadarsha Co-operative housing society,Nilachal,Birati Durga Puja 2021 – Navadarsha Co-operative housing society,Nilachal,Birati Durga Puja 2021 – Navadarsha Co-operative housing society,Nilachal,Birati