বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে।
ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে (স্টেট ব্যাংকের বিপরীতে) আজ এই সমাপ্তি অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকচক কলেজের অধ্যাপক গৌতম সরকার। তিনি মুলত দক্ষিন দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন খন পালাগান নিয়ে আলোচনা করেন।
এছাড়াও দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কুইজ এসোসিয়েশন এর সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য বিষয়কে কেন্দ্র করে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শেষলগ্নে সমাপ্তি ভাষনে দক্ষিন দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি তুহিন শুভ্র মন্ডল বলেন,” আজ দক্ষিন দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে বিশ্ব হেরিটেজ সপ্তাহের শেষ দিনে জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খুব ভালো লাগছে নতুন প্রজন্ম নিজ জেলার হেরিটেজ রক্ষার জন্য এগিয়ে আসছে।”
শেষে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মেমেন্টো ও পেন তুলে দেওয়া হয়।প্রতিযোগিতায় প্রথম হয়েছে, প্রসুন ও বন্ধুরা, দ্বিতীয় হয়েছে তথাগত ও বন্ধুরা, এবং তৃতীয় হয়েছে অভিজিৎ ও বন্ধুরা| সংস্হার পক্ষ থেকে আয়োজক সংস্হার সঞ্চালক কানাই মহন্ত এবং রত্নদীপ ভট্টাচার্যকেও সম্মান জানিয়ে মেমেন্টো প্রদান করা হয়।