স্বপ্ন সুখ
সুমন মুন্সী , কলকাতা
মনের কোনে আলো হয়ে বসে থাকো তুমি,
চাঁদনী রাতে রুপোলি হাসি তোমায় করে রাজরানী ।
উদিত আমি ভোরের সূর্য ভাস্কর মোর নাম,
রোজ রাতে তোমায় পেয়ে জুড়ে আমার প্রাণ।
দুই দশকের সংগোপনে, সুখদুঃখের সারি ,
তোমায় ছাড়া আমার জীবন অসহায় এক প্রাণী ।
আর এক জন ব্রতী হলো একই দিনে এই পথে,
প্রবল বিক্রমে সে আজ সাংসারে রাজ্ করে ।
বন্ধু মোদের একজন আছে ফুলের নামে নাম ,
বলছে কবিতা দিয়ে ভরিয়ে দেবে, আমাদের এই সুখরাত ।
নতুন করে প্রেম আসুক আবার , হোক সে সপ্তপদী
তোমার সাথে সাত জন্মের সঙ্গী হতে রাজি ।
কবি সুমন বায়না করে, শিশুর মতো করে,
ফুচকা ছাড়া কোনো কাজ সে, এমনিতে না করে ।
সেই বেটাও বিনা ফুচকায় আজকে যেন বলছে,
বন্ধু তোদের জীবন ভোর মধুচন্দ্রিমাই চলছে ।
আমার কলেজের বন্ধু উদিত ভাস্কর রায় আর তাঁর স্ত্রীর আজকের দিনে যুগল চলা শুরু হয়েছিল দুদশক আগে , মজার ব্যাপার আর এক বন্ধু যুগল বিক্রম আর ব্রততী তাঁরাও এই দিনেই খুঁজে নিয়েছিল পরস্পরকে সাত জন্মের অঙ্গীকারের সপ্তপদীর যাত্রায় । সেই বন্ধুদের শুভেচ্ছা স্বরূপ আমার এই নিবেদন । ভালো থাকিস , ভালো রাখিস একে অপর কে ।