ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১২০ কোটি ২৭ লক্ষ ছাড়িয়েছে

0
769
3D_medical_animation_corona_virus Photo by Wikipedia
3D_medical_animation_corona_virus Photo by Wikipedia
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 51 Second

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১২০ কোটি ২৭ লক্ষ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮৩ লক্ষ ৮৮ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪৯

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ১৩৩

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৮৯ শতাংশ, যা গত ১২ দিন ১ শতাংশের নীচে

By PIB Kolkata

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৮৩ লক্ষ ৮৮ হাজার ৮২৪। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১২০ কোটি ২৭ লক্ষ ৩ হাজার ৬৫৯।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মীপ্রথম ডোজ   দ্বিতীয় ডোজ১,০৩,৮৩,০৫৯   ৯৪,৪৭,৬৪৯  
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধাপ্রথম ডোজ   দ্বিতীয় ডোজ১,৮৩,৭৭,৫৩৭   ১,৬৪,০৭,৪৬৭  
১৮-৪৪ বছর বয়সীপ্রথম ডোজ   দ্বিতীয় ডোজ৪৫,০৫,৩০,৭৮৯   ২০,৭৭,৭৩,০৭৪  
৪৫-৫৯ বছর বয়সীপ্রথম ডোজ   দ্বিতীয় ডোজ১৮,২৭,৫১,৮১৮   ১১,৫৮,৭৪,৫০৮  
৬০ বছরের বেশি বয়সীপ্রথম ডোজ   দ্বিতীয় ডোজ১১,৪৪,৪৯,৬০৭   ৭,৬৭,০৮,১৫১  
মোট ১,২০,২৭,০৩,৬৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৬৮ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৭৭ হাজার ৮৩০।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৩ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১৫২ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ১০ হাজার ১৩৩ হয়েছে, যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৩২ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৮১ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৩ কোটি ৭১ লক্ষ ৬ হাজার ৯।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৯ শতাংশ, যা গত ১২ দিন ১ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৯ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৫৩ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৮৮ দিন ৩ শতাংশের নীচে।

About Post Author

Antara Tripathy

Chief Editor & CEO of IBG NEWS (09/Aug/2018-Present), Secretary of All Indian Reporter's Association,West Bengal State Committee. Earlier Vice President of IBG NEWS (01/Jan/ 2013-08/Aug/2018). She took over the charge from the Founder Editor of the Channel.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here