সবুজ মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন। পরিবেশ রক্ষায় নেওয়া হল শপথ
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
রাজ্যের পরিবেশবাদী সংগঠন সবুজ মঞ্চ। শব্দ দূষণ মোকাবিলা এবং নদী কনভেনশনের মাধ্যমে রাজ্য জুড়ে নদী রক্ষার আন্দোলনে সমন্বয়ের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সবুজ মঞ্চ। তারই প্রথম রাজ্য সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হল নদীয়ার মদনপুরে। এই সম্মেলন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নদী ও পরিবেশ কর্মীরা উপস্থিত হয়েছিলেন । উপস্থিত ছিলেন সবুজ মঞ্চের বর্তমান সম্পাদক বিশিষ্ট পরিবেশ কর্মী নব দত্ত, বিশিষ্ট পরিবেশ চিন্তক বিশ্বজিৎ মুখার্জী, রাজ্য নদী বাঁচাও কমিটির যুগ্ম আহ্বয়ক ও পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল ও বিশিষ্ট নদী কর্মী এবং নদী আন্দোলনকারী জ্যোতির্ময় সরস্বতী, পরিবেশ কর্মী – সংগঠক শশাঙ্ক দেব, বিশিষ্ট পরিবেশ সাংবাদিক জয়ন্ত বসু, বিশিষ্ট পরিবেশ ও বিজ্ঞান কর্মী বিবর্তন ভট্টাচার্য্য প্রমুখ।
প্রথমে সম্মেলনের দুদিনের আলোচনার বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন নব দত্ত। তারপর পরিবেশ কর্মীদের নিজেদের কাজের পরিধি নিয়ে আলোচনা করার পর জেলা ভিত্তিক পরিবেশ কর্মশালা হয়। এরপর শুরু হয় বিভিন্ন জেলার রিপোর্টিং। সেখানে গ্রামীণ ও শহর হাওড়া শুভ্রদীপ ঘোষ, সম্রাট মন্ডল, দক্ষিণ দিনাজপুর থেকে দানু দাস , দার্জিলিং জেলার পক্ষে প্রদীপ নাগ, মালদা জেলার পক্ষে পূণ্যশ্লোক দাশগুপ্ত, নদীয়া জেলার পক্ষে জ্যোতির্ময় সরস্বতী প্রমুখ। এছাড়াও
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হুগলি ইত্যাদি জেলা থেকেও পরিবেশ কর্মীরা বক্তব্য তুলে ধরেন। এরপর রাজ্য ভিত্তিক সাংগঠনিক কমিটি তৈরি করা হয়।
রাজ্য জুড়ে পরিবেশ নীতি নির্ধারণ করে সবুজ মঞ্চ রাজ্য ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করে পরিবেশ আন্দোলন গড়ে তুলুক – এই আওয়াজ ধ্বনিত হয়। সম্মেলনে ইছাপুর আলেয়ার পক্ষে গীতি আলেখ্য ‘ আমাদেরই বাংলা রে ‘ এবং রঙ্গ -না নাট্য পরিবেশিত হয়।
উদ্যোক্তাদের পক্ষে সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত বলেন ‘ রাজ্য জুড়ে পরিবেশ কর্মীদের সংগঠিত করে পরিবেশ রক্ষার কাজ আরও সংঘবদ্ধ করার জন্যই এই সম্মেলন। আগামীতে জেলায় জেলায় সবুজ মঞ্চের কাজ আরও ছড়িয়ে পড়বে বলে আমরা আশাবাদী। ভবিষ্যত রক্ষা করা ও ভবিষ্যত প্রজন্মের জন্য এই কাজ ভীষণ জরুরী। ‘