
পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশন (P.S.A) এর পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট (মহিলা) দলের সদস্যা (বর্তমানে নিয়মিত) উইকেট কিপার-ব্যাটসম্যান রীচা ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হলো পতিরাম চৌরঙ্গীতে
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশন (P.S.A) এর পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট (মহিলা) দলের সদস্যা (বর্তমানে নিয়মিত) উইকেট কিপার-ব্যাটসম্যান রীচা ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হলো পতিরাম চৌরঙ্গীতে।
সাথে ছিলেন উনার পিতা মানবেন্দ্র ঘোষ মহাশয়।
এদিন পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশন এর পক্ষে ছিলেন ক্রিকেট ম্যানেজার সাবিরুল ইসলাম, বিকাশ পাল, কল্যাণ সরকার, গোলাপ শেখ, তনুজা সরকার, প্রতীক দেব, বাপীরুল ইসলাম, শুভঙ্কর রায়, মিঠুন সূত্রধর, সুজয় দাস, অমিতাভ মন্ডল, বিশাল মালো, সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক সহ অনেকেই।
এদিনের কর্মসূচী নিয়ে সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক বলেন, “আমরা পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিরাট মাপের ক্রীড়া ব্যক্তিত্ব কে সম্বর্ধিত করতে পেরে ভালোই লাগছে।
আগামীতে উনি দেশের হয়ে প্রচুর প্রচুর রাণ করুক এবং দেশকে গৌরবাণ্বিত করুক। পুরুষদের পাশাপাশি মহিলারাও যে ক্রিকেটে পিছিয়ে নেই; তা প্রমাণ করেছেন রীচা ঘোষ।উনি এই কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ (মহিলা) লীগে হোবার্ট হ্যারিকেন দলের হয়ে খেলে এলেন।
পশ্চিম বঙ্গের মেয়েদের তিনি বর্তমানে আদর্শ।উনার সাফল্য কামনা করি আমরা পতিরাম স্পোর্টস অ্যাসোসিয়েশন।”
