পতিরাম নাগরিক ও যুব সমাজ এর আয়োজনে পতিরাম প্রাথমিক বিদ্যালয়ে দুঃস্হ নাগরিকদের মধ্যে বিলি করা হলো শীতের কম্বল
নীলাদ্রি শেখর মুখার্জী,পতিরাম
পতিরাম নাগরিক ও যুব সমাজ এর আয়োজনে পতিরাম প্রাথমিক বিদ্যালয়ে 68 জন দুঃস্হ নাগরিকদের মধ্যে শীতের কম্বল বিলি করা হলো।
এছাড়াও পতিরামের সমস্ত ভবঘুরেদের খুঁজে খুঁজে কম্বল পড়িয়ে দেওয়া হয়।
এই কম্বল বিলি কর্মসূচির কো-অর্ডিনেটর ছিলেন সায়ন্তন সিংহ রায় এবং রাকেশ প্রসাদ গুপ্তা।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সংস্থার কনভেনার, বিশ্বজিত প্রামানিক সহ অন্যান্য সদস্য-সদস্যারা।
এ সম্পর্কে সংস্থার কনভেনার বিশ্বজিত প্রামানিক বলেন, “”এই কর্মসূচি এইবার চতুর্থ বছরে পড়লো। আগামীতে আরও বেশি কিছু জনের হাতে যেন আমরা কম্বল বিলি করতে পারি তার চেষ্টা করা হবে।”
তিনি আরো বলেন, “এইরকম শীতের শুরুর আবহাওয়ায় দিনের আলোতে ভবঘুরেদের মোটা কম্বল জড়িয়ে দিলে রাস্তায় চলতে চলতে গরম বোধ হলেই রাস্তাতেই তারা ফেলে দেয়!আর রাতে নিজেদের শোয়ার জায়গায় কম্বল বিহীন অবস্থাতেই রাত কাটাতে বাধ্য হয়!
গত বছরের অভিজ্ঞতা এইরকমটাই ছিল!
অতএব এই বছরের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়-
যেখানে যেখানে পতিরামের ভবঘুরেরা শুয়ে থাকবেন সেখানেই এই কম্বলগুলো দিয়ে আসা হবে।যাতে দিনের আলোতেও কিংবা গরমেও ভবঘুরেরা হাঁটতে চলে গেলেও ঐ কম্বলগুলো যেন শোয়ার জায়গাতেই পড়ে থাকে।রাতে ফের শোয়ার সময়ে হাতের কাছেই যেন কম্বল গুলো তারা পেয়ে যায়।
আজ সেই মোতাবেক ঘুরে ঘুরে কম্বলগুলো তাদেরকে জড়িয়ে দেওয়া হলো।”