বিজয় দিবস দিচ্ছে ডাক
সুমন মুন্সী, কলকাতা
বাংলা মা আজ কাঁদছে দেখো,
সোনার ছেলে কে খুঁজছে দেখো।
মুজিব আপনি কোথায় আছেন?
আবার এসে কি একটা ডাক দেবেন?
বাংলার আবেগ কে চুরি করতে,
মুজিব হবার ভেক ধরতে,
“জয় বাংলা”, ধার করে,
মিথ্যা আবেগে দেশ ভরে ।
সোনার বাংলায় কি কখনও মরচে ধরে?
কোথায় সেই দেশঘন আবেগ হারালো,
একাত্তরের আগুনে দিন কোথায় গেলো?
মায়ের অপমানেও জাতি,
খেলছে নিয়ে খুনে লাঠি ।
লক্ষ ভাইয়ের রক্তে লেখা,
জেনো, সোনার বাংলার স্বাধীনতা ।
অর্ধ শতাব্দী পার করলে,
স্বর্ণজয়ন্তীর সম্মান পেলে,
এ কেমন স্বাধীনতা,
দেশের মধ্যে চোর হয় কেন, নেতা?
মুজিব তুমি আবার এসো,
শক্ত করে হাতটি ধরো ।
ছিনিয়ে নিয়ে চোরের থেকে,
সোনার বাংলার, আবার হোক চতুর্দিকে।
কয়েক লক্ষ মায়ের আব্রু,
কি দাম পেলো, তাদের অশ্রু?
ধর্ম নিয়ে যে বিভেদ করো,
এগিয়ে দিলে খান সেনাদেরও ,
৭মার্চ, সেদিন কিন্তু দেশ বলেছিলো,
ঘরে ঘরে দুর্গ গড়ো।
আজকে ঘরেই লাঞ্চিত মা,
কাঁদছে দেখো দেশ মা।
আবার যদি এক মুজিব আসেন,
দেখো বঙ্গবন্ধু যেনো, কখনও না কাঁদেন ।
মুজিব, আমরা সবাই ঋণী,
তোমার কাছে, চিরদিনই।
বঙ্গবন্ধু কন্যা আছেন পাশে,
এই ভরশা মনে আছে।
বিজয় দিবস দিচ্ছে ডাক,
ভারত , বাংলা সজাগ থাক।
মুক্তি যুদ্ধ যেন চালু আছে ,
দেশের শত্রু ভয়ে আছে।
জয় হিন্দ, জয় বাংলা বলো,
অমর শহীদদের সেলাম বলো।
মা আবার সোনার হবে,
এ স্বাধীনতা, অমর রবে ।
দেশের শত্রু নিপাত যাক,
বিজয় দিবস দিচ্ছে ডাক ।