
ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে, যার মাধ্যমে ৩৩১ বছরের পুরোনো শহর এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম ধর্মীয় উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
এহেন আনন্দের ঘটনাকে স্মরণ করে আমরা-যারা দুর্গাপুজোপ্রেমী`র সদস্য – শ্রী দেবর্ষি রায় চৌধুরী (সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকে), শ্রী সনাতন দিন্দা (শিল্পী), শ্রী প্রসূন (রাণী রাসমনির পরিবার থেকে), শ্রী মল্লার ঘোষ (সংগীত পরিচালক), শ্রী ভবতোষ সুতার (শিল্পী), শ্রী শাশ্বত বসু (হাতিবাগান সর্বজনীন), শ্রী সায়ন্তন মৈত্র (স্থপতি), মধুছন্দা সেন (ফটোগ্রাফিক কিউরেটর) এবং সোমনাথ দাস (লেক পলি, সন্তোষপুর) সমবেতভাবে কলকাতাবাসীদের আহ্বান জানালেন আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে অনুষ্ঠেয় এক পদযাত্রায় যোগ দেবার জন্য।
ওই পদযাত্রা একাডেমি অব ফাইন আর্টস থেকে শুরু হবে দুপুর ২ টায়। পদযাত্রা শেষ হবে এসপ্ল্যানেড-এ।
ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায় ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায় ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায় ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায় ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায় ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায় ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায় ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে – আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে পদযাত্রায়
