প্রকাশিত হ’ল “দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান-১”
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
দক্ষিন দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সভাকক্ষে শুভঙ্কর রায় সম্পাদিত গবেষনা গ্রন্থ ”দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান-১” আত্মপ্রকাশ করলো।
“বরেন্দ্রভূমি আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র” এর আয়জিত এই মহতী গবেষণা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি ও দধীচি পত্রিকার সম্পাদক মাননীয় মৃণাল চক্রবর্তী , বিশিষ্ট ছড়াকার কাশীনাথ দাশগুপ্ত, কৃষ্টিবীণা পত্রিকার সম্পাদক পুলক কান্তি দাস, কবি শুভাশিষ গোস্বামী, জ্যোতিব্রত চক্রবর্তী প্রমুখ।
জেলার বর্ষীয়ান কবি ও সম্পাদক ঁরণজিৎ কুমার সরকার এর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক শুভঙ্কর রায় । আজকের এই গ্রন্থ প্রকাশিত হবার পর স্বল্প কথায় গ্রন্থটির পর্যালোচনা করেন ইতিহাসবিদ ড. সমিত ঘোষ ।
এছাড়াও মঞ্চে উপস্থিত অধ্যাপিকা নীলাব্জা রায়, জয়ন্ত আচার্য, ড. অমর কুমার পাল, তুষার কান্তি দত্ত, সুদেব সরকার, কৌশিক রঞ্জন খাঁ, সজল মজুমদার, স্বল্প কথায় “জেলার ইতিহাস চর্চা ও তাদের গবেষণার অভিজ্ঞতা” র কথা আজকের অনুষ্ঠানে তুলে ধরেন। আয়োজক সংস্থার আহ্বায়ক কবি প্রবীর চন্দ্র দাসের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের সুসমাপ্তি ঘটে ।
আজকের এই অনুষ্ঠানটি সুদক্ষভাবে সঞ্চালনা করেন এই বইয়ে অন্যতম লেখক ও পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল ।সম্পাদক শুভঙ্কর রায় বলেন, ‘ বরেন্দ্রভূমি নানা সম্পদে পরিপূর্ণ। তাকেই দু মলাটের মধ্যে ধরতে চেয়েছি। আগামীতে এই বিষয়ে আরও অনেক কাজ করার ভাবনা আছে ‘ ।