কিছু ছবি ছিলো
কিছু আছে বিবর্ণ বাস্তবে
থেকে যাওয়া ক্ষোভ বা ঘৃনায়
অথবা নীরবে এক কোণে..
রোজ প্রতিদিন বেড়ে গেছো
শুধু বেড়ে গেছো হাত পা লম্বায়
শিকড়ের কাছে হেরে গেছো তাকে
যন্ত্রনা দেয়ার ঘেন্নায়….
রোজ প্রতিদিন কতো জাহানারা
নারায়ণ সেজে খ্রিস্ট
তাদের কাছে মাথা নিচু
সভ্যতা জানে তার কষ্ট
চিনে নিতে হয় না ভুল
হয় না ভুল ছুড়ে ফেলে দিতে
এটাই তোমার শিক্ষা
শিক্ষা আজ তলানিতে
গাফিলতি স্বপ্ন বিক্রিতে
ডলারে বা টাকায় কিনে দেখাও তো সুখ!
উড়ানের যদি থাকতো পরিসর
তবে কান্নার জন্য থাকতো কী চোখ?
অনেকের ভবিষ্যত টাকা দিয়ে কেনা
অনেকের ঘাম দিয়ে…..
অনেকের আবার লটারি চলে
রাম রহিমের নাম নিয়ে…
আমার তোমার নুন ভাতের কাহিনী
আমার তোমার উজানের সংসার
তোমার আমার বেঁচে নেই কিছু জীবনে
শুধু একটুখানি ভালো থাকবার অধিকার
এই বাংলার পশ্চিমের কাহিনী
অথবা পূর্ব দিকের স্বর
সবই কেনাবেচা ভাবে
অর্থহীন অ্যাডমিন সরকার
আমিও জানি কিভাবে কী করতে হয়
কী ভাবে কতোটা দেবো ঠুসে
ভেবো না আমি একাই এসব করি
আমাকে করায় যে আমাকে ভালোবাসে
@অভিজিৎ