২৬ তম জেলা বইমেলার শুভ উদ্বোধন হলো দক্ষিন দিনাজপুরে
নীলাদ্রিশেখর মুখার্জী, দক্ষিণ দিনাজপুর
২৬ তম জেলা বইমেলার শুভ উদ্বোধন হলো দক্ষিন দিনাজপুর জেলায়। বালুরঘাটের বয়েজ হাই স্কুল মাঠে এদিন এই মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী, কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র (পশ্চিমবঙ্গ সরকার)। এদিন তারা মেলার মুল ফটকের ফিতা কেটে বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন।
এদিন উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাহুল দে, মাননীয় অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার,জেলা শাসক আয়েষা রানী সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, সহ শিক্ষক উজ্জ্বল বসাক সহ অন্যান্য সমাজসেবীরা।
এদিন প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন উদ্বোধক মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী, ও বিপ্লব মিত্র প্রশাসনিক আধিকারিকরা।
এদিন গ্রন্থাগার মন্ত্রী বলেন,”বই আমাদেরকে বাঁচাতে হবে।” এদিন এপিজে আব্দুল কালামের প্রসঙ্গও টেনে নিয়ে এসেছেন।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনীনৃত্য পরিবেশন করেন ডিএমডিসি নির্মিতা সাহা।
এরপর নৃত্য পরিবেশন করেন বালুরঘাট গাল্স স্কুলের ছাত্রীরা।এইবছর এই মেলা প্রধানত বিশিষ্ট কবি অতুলপ্রসাদ সেনকে উৎসর্গ করা হয়েছে।
Book Fair at South Dinajpur Book Fair at South Dinajpur