কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য
By PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২১
দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪৩ কোটি ১৫ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
দেশে সুস্পষ্টভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৭ হাজার ২।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার মোট আক্রান্তের ১ শতাংশের নীচে নেমে বর্তমানে ০.২২ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন।
সুস্থতার হার বর্তমানে ৯৮.৪০ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৭ জন। এর ফলে, মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৫১ হাজার ২৯২।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৯ হাজার ১৯৫ জন।
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭৯ শতাংশ, যা ৮৬ দিন ২ শতাংশের নীচে।
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৮ শতাংশ, যা গত ৪৫ দিন ১ শতাংশের নীচে।
এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৬৭ কোটি ৫২ লক্ষ।
পশ্চিমবঙ্গে করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১১। চিকিৎসাধীন একজন সুস্থ হয়েছেন। দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৭৮১ এবং সুস্থ হয়েছেন ২৪১ জন।