সঞ্জীবন হাসপাতালের নতুন ক্যাথ ল্যাব ইউনিটের উদ্বোধন করলেন অভিনেতা ও সাংসদ দেব
স্বাস্থ্য সাথী কার্ডধারীরা সম্পূর্ণ বিনামূল্যে এই ল্যাব-এ পরীক্ষা করতে পারবেন
কলকাতা, ৩১ ডিসেম্বর ২০২১: মধ্যবয়স্ক ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা আজকাল অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেকথা মাথায় রেখেই হাওড়া ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ চাহিদা বৃদ্ধির দিকে নজর রেখে অত্যাধুনিক ধরনের যন্ত্রপাতি সহ একটি নতুন ক্যাথ ল্যাব ইউনিট ডিজাইন করেছেন ৷ আজ হাসপাতাল চত্বরে ক্যাথ ল্যাব ইউনিটের উদ্বোধন করেছেন সাংসদ ও বিশিষ্ট অভিনেতা দেব, ডাঃ নির্মল মাঝি উলুবেড়িয়া উত্তরের বিধায়ক, শ্রী বিদেশ ৰঞ্জন বসু উলুবেড়িয়া পূর্ব বিধায়ক , শ্রী অভয় দাস উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। শুধুমাত্র স্বাস্থ্য সাথী কার্ডধারীরা ল্যাব-এ পরীক্ষা করানোর যাবতীয় সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, তবে তা ছাড়াও অন্যান্য রোগীদের পরীক্ষার জন্য চার্জ যথাসম্ভব কম রাখা হয়েছে।
সঞ্জীবন হাসপাতালের ক্যাথ ল্যাব ইউনিট গত চার মাসে ৮০০ জনেরও বেশি রোগীর অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য রোগ নির্ণয় এবং পেসমেকার বসানোর আগে বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন পুরোনো ল্যাবটিকে এমনভাবে সংস্কার করা হয়েছে যে এটি আরও বেশি সংখ্যক রোগীর পরীক্ষার জন্য ব্যবহৃত হবে।
সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর ডাঃ শুভাশিস মিত্র এ প্রসঙ্গে বলেন, “আজকাল নিয়মিত হার্ট চেকআপ করা অত্যন্ত জরুরী কারণ সমস্ত বয়সের ব্যক্তিদের ওপরই জীবনযাত্রার প্রভাবে বিভিন্ন রকম মানসিক চাপ সৃষ্টি হয়। সেইজন্য আমরা আমাদের ক্যাথ ল্যাবটি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে একটি ফিলিপস অ্যালুরা এক্সপার এফডি১০ বাইপ্লেন এক্স-রে সিস্টেম রয়েছে এবং বিশেষ করে এটি এখন একটি অত্যাধুনিক ক্যাথ ল্যাব ইউনিটে পরিবর্তিত হয়েছে। সর্বোপরি স্বাস্থ্য সাথী কার্ডধারীদের পরীক্ষার সুযোগ বিনামূল্যে করানোর সুবিধাও রয়েছে।”