কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
By PIB Kolkata
দেশ ব্যাপী জাতীয় টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১৪৫ কোটি ১৬ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৪ হাজার ৭৮১ দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে আক্রান্তের হার ১ শতাংশের নিচে নেমে বর্তমানে ০.৩০ জাতীয় স্তরে বর্তমানে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ দেশে গত ২৪ ঘন্টায় সুস্থতার সংখ্যা ৮ হাজার ৯৪৯, এর ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে ৩ কোটি ৪২ লক্ষ ৭৫ হাজার ৩১২ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৭৫ দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ২.০৫ শতাংশ সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.১০ শতাংশ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৭ কোটি ৮৯ লক্ষ এদিকে, কোভিডের নতুন প্রজাতি ওমিক্রণে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১৭। এরমধ্যে তিন জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। সারা দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৩১ এবং সুস্থ হয়েছেন ৪৮৮ জন।