জীবনের মুহূর্ত গুলোর বায়নার দিও সংকেত
অভিজিৎ পাল
এবার আগুনের গন্ধে জাগুক,
এবার বিষাদের গন্ধে ভাসুক,
এবার কবরস্থান ও বারুদের গন্ধ জেলায় জেলায়,
প্রতিবন্ধকতা ঢাকুক,
এবার মনেহয় অক্সিজেন নেওয়ার সময় এসেছে,
এবার মনেহয় কার্বনডাইঅক্সাইডের সংসার,
হ্যালজেন জেলে তুমি মটর সাইকেলে,
কি দারুন দৃশ্য;
নিভন্ত চুল্লি যার;
আমি জানি এইটা ফুলকপির শীত কাল,
আমি জানি তুমি বাঁধাকপির রেখেছো জীবন,
দৈনন্দিন কাব্যময়তার শীর্ষে,
অগণতি কান্নার caption,
আমি জানি তুমি থেকে যাবে,
মাস্কে নয় ভীড়ের মধ্যে একা,
আমি জানি ছন্দপতন গুলো,
রোজ প্রতিদিন স্থিরতার মত শূন্যতার এক ভুল থেকে অন্য ভুলে ফাঁকা
আমি জানি যে মুটে টা বিহার থেকে আর ফিরবে না,
কলকাতার রাস্তায় বড়বাজারের সিঁড়িতে যে আর মাল ফেলবে না,
আমি জানি সব শিক্ষিত সেনানী আজকাল,
অর্ডারের ব্যাগ পিঠে আর পেটে খিদে নিয়ে,
ছুটে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিয়ে,
তোমার আজকের লেখা কালকের পুরস্কার হবে,
তোমার কালকের চাকরী আজ জবাব দেবে,
তুমি হাটতে হাটতে নৈঃশব্দের ভীড়ে,
আমারই মতো একা রাস্তায় দাঁড়িয়ে থাকবে,
এই থাকার কান্না অনেক,এই ভাষার প্রয়োগ অনেক,
বা অন্য কোথাও এই সংসারে,
জীবনের মুহূর্ত গুলোর বায়নার দিও সংকেত|