ভবিষ্যতের নাটককার দের উৎসাহ দিতে অনলাইন কর্মশালা আয়োজন করলো ‘থিয়েটার এবং’ নাট্য পত্রিকা
- নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
বালুরঘাট থেকে প্রকাশিত হয় অনলাইন নাট্য পত্রিকা ‘ থিয়েটার এবং ‘ । তাদেরই উদ্যোগে উত্তরের থিয়েটার আড্ডার সহযোগিতায় শুরু হয়েছে সাত দিনের নাটক লেখার কর্মশালা।
বাংলা সাহিত্যের ছাত্র,ছাত্রী , তরুণ প্রজন্মের নাট্য কর্মী ,আগামী দিনের নাটককারদের জন্য এ যেন সুবর্ণসুযোগ। বালুরঘাট, তপন, হিলি, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, ইটাহার, রায়গঞ্জ, মালদা, ভুতনি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার,নদীয়া জেলার চাকদা, পলাশী, কলকাতা, আসাম,মুম্বাই এবং ঢাকা থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন। তার মধ্যে পড়ুয়া , নাট্য কর্মী,অধ্যাপক,নির্দেশক অনেকেই রয়েছেন।
প্রারম্ভ ভাষণ প্রদান করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বালুরঘাটের ভবেন্দু ভট্টাচার্য্য।তিনি তুলে আনেন নাটক লেখার ক্ষেত্রে বিস্তৃত পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গি, নাটকে কি বলতে চাই – এসবের উপর। প্রথম দিন প্রশিক্ষক ছিলেন আরেক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিলিগুড়ির পার্থ চৌধুরী। তিনি প্রচুর পরিমাণে নাটক দেখাকে নাটক লেখার ক্ষেত্রে অন্যতম ধাপ বলে বিবেচনা করেন। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভবেন্দু ভট্টাচার্য্য ও নাটককার ও নির্দেশক পূর্বাচল দাশগুপ্ত। তৃতীয় দিনে রয়েছেন নাটককার কুন্তল ঘোষ, উৎপল চৌধুরী। অন্য দিন গুলোতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন পরিমল ত্রিবেদী, হারাণ মজুমদার,পার্থপ্রতিম মিত্র,দেবব্রত আচার্য, তমোজিৎ রায় প্রমুখরা থাকবেন। থাকবেন কলকাতা থেকে বিশিষ্ট নাটককার মৈনাক সেনগুপ্ত। বিভিন্ন দিনে সঞ্চালক হিসেবে থাকবেন আনন্দ ভট্টাচার্য্য, মৌসুমী কুন্ডু এবং তুহিন শুভ্র মন্ডল। ৯-১৫ জানুয়ারি এই নাটক লেখার অনলাইন কর্মশালা টির পরিচালক ‘থিয়েটার এবং ‘ পত্রিকার এডিটর তুহিন শুভ্র মন্ডল।
অনলাইন এই কর্মশালায় শেখানো হচ্ছে নাটক রচনা করার কৃতকৌশল। অংশগ্রহণ কারীরা নিজেরাও নাটকের স্ক্রিপ্ট তৈরি করছেন। সেগুলো দেখছেন অভিজ্ঞ নাটককারেরা। সেসব নিয়ে আলোচনাও হবে।
নাটক লেখার এই কর্মশালা প্রসঙ্গে ঢাকা থেকে জন্নাত কাবেরী বলেন ‘ এই কর্মশালায় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি। অংশ নিয়ে খুব ভাল লেগেছে ‘ ।
নাট্য পত্রিকা ‘ থিয়েটার এবং ‘ এর এডিটর তুহিন শুভ্র মন্ডল বলেন , ‘ নতুন নাট্য রচয়িতা তুলে আনার ভাবনা থেকেই এই উদ্যোগ। নাটক রচনা হলে তবেই নাট্য মঞ্চায়নের প্রসঙ্গ আসবে। তাই এই দিকটায় গুরুত্ব দিয়েছি। দারুণ সাড়া পেয়েছি। এটা প্রথম পর্ব। এর পরেও হবে। ‘
বালুরঘাট থেকে প্রকাশিত হয় অনলাইন নাট্য পত্রিকা ‘ থিয়েটার এবং ‘ । তাদেরই উদ্যোগে উত্তরের থিয়েটার আড্ডার সহযোগিতায় শুরু হয়েছে সাত দিনের নাটক লেখার কর্মশালা।
বাংলা সাহিত্যের ছাত্র,ছাত্রী , তরুণ প্রজন্মের নাট্য কর্মী ,আগামী দিনের নাটককারদের জন্য এ যেন সুবর্ণসুযোগ। বালুরঘাট, তপন, হিলি, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, ইটাহার, রায়গঞ্জ, মালদা, ভুতনি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার,নদীয়া জেলার চাকদা, পলাশী, কলকাতা, আসাম,মুম্বাই এবং ঢাকা থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন। তার মধ্যে পড়ুয়া , নাট্য কর্মী,অধ্যাপক,নির্দেশক অনেকেই রয়েছেন।
প্রারম্ভ ভাষণ প্রদান করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বালুরঘাটের ভবেন্দু ভট্টাচার্য্য।তিনি তুলে আনেন নাটক লেখার ক্ষেত্রে বিস্তৃত পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গি, নাটকে কি বলতে চাই – এসবের উপর। প্রথম দিন প্রশিক্ষক ছিলেন আরেক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিলিগুড়ির পার্থ চৌধুরী। তিনি প্রচুর পরিমাণে নাটক দেখাকে নাটক লেখার ক্ষেত্রে অন্যতম ধাপ বলে বিবেচনা করেন। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভবেন্দু ভট্টাচার্য্য ও নাটককার ও নির্দেশক পূর্বাচল দাশগুপ্ত। তৃতীয় দিনে রয়েছেন নাটককার কুন্তল ঘোষ, উৎপল চৌধুরী। অন্য দিন গুলোতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন পরিমল ত্রিবেদী, হারাণ মজুমদার,পার্থপ্রতিম মিত্র,দেবব্রত আচার্য, তমোজিৎ রায় প্রমুখরা থাকবেন। থাকবেন কলকাতা থেকে বিশিষ্ট নাটককার মৈনাক সেনগুপ্ত। বিভিন্ন দিনে সঞ্চালক হিসেবে থাকবেন আনন্দ ভট্টাচার্য্য, মৌসুমী কুন্ডু এবং তুহিন শুভ্র মন্ডল। ৯-১৫ জানুয়ারি এই নাটক লেখার অনলাইন কর্মশালা টির পরিচালক ‘থিয়েটার এবং ‘ পত্রিকার এডিটর তুহিন শুভ্র মন্ডল।
অনলাইন এই কর্মশালায় শেখানো হচ্ছে নাটক রচনা করার কৃতকৌশল। অংশগ্রহণ কারীরা নিজেরাও নাটকের স্ক্রিপ্ট তৈরি করছেন। সেগুলো দেখছেন অভিজ্ঞ নাটককারেরা। সেসব নিয়ে আলোচনাও হবে।
নাটক লেখার এই কর্মশালা প্রসঙ্গে ঢাকা থেকে জন্নাত কাবেরী বলেন ‘ এই কর্মশালায় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি। অংশ নিয়ে খুব ভাল লেগেছে ‘ ।
নাট্য পত্রিকা ‘ থিয়েটার এবং ‘ এর এডিটর তুহিন শুভ্র মন্ডল বলেন , ‘ নতুন নাট্য রচয়িতা তুলে আনার ভাবনা থেকেই এই উদ্যোগ। নাটক রচনা হলে তবেই নাট্য মঞ্চায়নের প্রসঙ্গ আসবে। তাই এই দিকটায় গুরুত্ব দিয়েছি। দারুণ সাড়া পেয়েছি। এটা প্রথম পর্ব। এর পরেও হবে। ‘