স্বস্তি বিয়ে বাড়ী ও মেলায় – কিছুটা কড়াকড়ি শিথিল হলো বাংলায়
সুমন মুন্সী
নতুন নির্দেশ নামে মুখ্যসচিব নবান্ন থেকে জানালেন ORDER No-753/XX-ISS/2M-22/2020 Dated: 15/01/2022 মাধ্যমে আগামী কাল থেকে নিম্নলিখিত নির্দেশ পূর্ববর্তী নির্দেশের সাথে যোগ হচ্ছে :
আগের সকল নির্দেশের সাথে অধিকন্তু,
নিম্নলিখিত অতিরিক্ত শিথিলকরণগুলি এতদ্বারা 16/01/2022 থেকে কার্যকরের বিজ্ঞপ্তি দেওয়া হল:
i) বিবাহ সম্পর্কিত অনুষ্ঠানগুলি এক সময়ে সর্বাধিক 200 জন লোকের উপস্থিতি অনুমোদন পাবে বা হল/ভেন্যুতে 50% বসার ক্ষমতা, যেটি কম হোক না কেন তা অনুমোদিত ধরা হবে৷
ii) কোভিড-এর উপযুক্ত শৃঙ্খলা এবং প্রোটোকল অনুসরণ করে মেলা খুব সীমাবদ্ধ পদ্ধতিতে উন্মুক্ত স্থানে অনুমোদিত হতে পারে। সে ক্ষেত্রে
মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা প্রোটোকল সর্বদা অনুসরণ করতে হবে।
জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় কর্তৃপক্ষ বিবৃত নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করবে। বিধিনিষেধের ব্যবস্থাগুলির যে কোনও লঙ্ঘন দুর্যোগ ব্যবস্থাপনা আইন, 2005 এর বিধান অনুসারে এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে ব্যবস্থা নেওয়ার জন্য দায়ী থাকবে।
ওমিক্রন ভাইরাস ও তার এখনো পর্যন্ত্য পাওয়া তথ্যের ভিত্তিতে এই সকল নির্দেশ কার্যকর করা হচ্ছে বলে সূত্রের মাধ্যমে খবর ।