অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন রাজ্য সরকারগুলিকে কর হস্তান্তরের অগ্রিম কিস্তি বাবদ ৪৭,৫৪১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন
রাজ্যগুলি ২০২২-এর জানুয়ারিতে মোট ৯৫,০৮২ কোটি টাকা পেতে চলেছে
By PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জানুয়ারি, ২০২২
কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ রাজ্য সরকারগুলিকে কর হস্তান্তরের অগ্রিম কিস্তি বাবদ ৪৭,৫৪১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। চলতি জানুয়ারি মাসে নিয়মিত কর হস্তান্তর বাবদ যে অর্থ দেওয়া হয়, তা আজই রাজ্যগুলিকে মেটানো হচ্ছে।
এই অর্থ হস্তান্তরের ফলে জানুয়ারি মাসে রাজ্যগুলি প্রাপ্য করের তুলনায় দ্বিগুণ বা ৯৫,০৮২ কোটি টাকা পেতে চলেছে।
উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কর হস্তান্তর বাবদ প্রথম কিস্তির অগ্রিম হিসিবে ৪৭,৫৪১ কোটি টাকা গত ২২ নভেম্বর মিটিয়ে দেয়। আজ অগ্রিম দ্বিতীয় কিস্তি মেটানোর ফলে রাজ্যগুলির প্রাপ্য বেড়ে দাঁড়িয়েছে ৯০,০৮২ কোটি টাকা।
কেন্দ্রীয় সরকার ২০২১-২২ অর্থবর্ষে জিএসটি ক্ষতিপূরণ বাবদ ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ব্যাক টু ব্যাক ঋণ সহায়তা হিসেবে ১ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা গত অক্টোবর মাসেই মিটিয়ে দিয়েছে। কোভিড-১৯ মহামারীজনিত বিরূপ প্রভাব দূর করে মূলধনী ও উন্নয়নমূলক খাতে ব্যয় আরও বাড়াতে রাজ্য সরকারগুলিকে সহায়তার অঙ্গীকার হিসেবে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ।
মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী চলতি জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গকে প্রথা মাফিক কিস্তি বাবদ ৩ হাজার ৫৭৬ কোটি ৪৮ লক্ষ টাকা এবং আগাম কিস্তি হিসেবে ৩ হাজার ৫৭৬ কোটি ৪৮ লক্ষ টাকা মিলিয়ে মোট ৭ হাজার ১৫২ কোটি ৯৬ লক্ষ টাকা দিয়েছে।