কলকাতায় ডাক বিভাগের পার্সেল অন হুইল পরিষেবার সূচনা
By PIB Kolkata
কলকাতা, ২৫ জানুয়ারি, ২০২২
ভারতীয় ডাক গত ১৬৭ বছর ধরে জাতিকে সেবা করে আসছে। এই সংস্থা ডাক, আর্থিক ও সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান করে থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও সংস্থার কর্মীরা এই পরিষেবা পৌঁছে দেয়। মানুষ যাতে যথাযথভাবে ডাক পরিষেবা পান, তার জন্য বিভিন্ন সময়ে ভারতীয় ডাক নানা উদ্যোগ গ্রহণ করে থাকে।
ডাক বিভাগের উত্তর কলকাতা শাখা ২৫শে জানুয়ারি যোগাযোগ ভবনে ভ্রাম্যমাণ পার্সেল বুকিং ব্যবস্থার সূচনা করেছে। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল শ্রীমতী জে চারুকেশী ভ্রাম্যমাণ পার্সেল বুকিং-এর জন্য একটি ভ্যান যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে কলকাতার পোস্ট মাস্টার জেনারেল শ্রী নীরজ কুমার উপস্থিত ছিলেন। ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসাবে নতুন এই পরিষেবার সূচনা করা হ’ল। ভ্রাম্যমাণ পার্সেল বুকিং-এর এই সুবিধা কলকাতার উত্তর ও মধ্য অঞ্চলের গ্রাহকরা পাবেন। গ্রাহকরা তাঁদের বাড়ির সামনে থেকে যেদিন পার্সেল বুক করবেন, সেদিনই এটি নির্দিষ্ট গন্তব্যে প্রেরণ করা হবে।