ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬৯ কোটি ৬৩ লক্ষ ছাড়িয়েছে

0
518
Electron micrograph of SARS-CoV-2 virions with visible coronae
Electron micrograph of SARS-CoV-2 virions with visible coronae
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 28 Second


দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষ ৭০ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৬.১৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৭৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ৯.১৮ শতাংশ

by PIB Kolkata

নয়াদিল্লি০৭ ফেব্রুয়ারি২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৪ লক্ষ ৭০ হাজার ৫৩। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৬৯ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার ৭৭৫।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মীপ্রথম ডোজ দ্বিতীয় ডোজ  প্রিকশন ডোজ১,০৩,৯৭,৭৮১ ৯৯,০৩,৯৩৩  ৩৬,৬০,৭০৭ 
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধাপ্রথম ডোজ দ্বিতীয় ডোজ প্রিকশন ডোজ১,৮৪,০১,৭৩২ ১,৭৩,২০,২৮৩ ৪৭.৯১,৯৪৮ 
১৫-১৮ বছর বয়সী  প্রথম ডোজ দ্বিতীয় ডোজ৪,৯৪,৭৪,৫৫০ ৫৮,৪১,৯৯৮ 
১৮-৪৪ বছর বয়সীপ্রথম ডোজ দ্বিতীয় ডোজ৫৪,৪৯,৪৫,১৯৩ ৪১,৬২,০১,২২৪ 
৪৫-৫৯ বছর বয়সীপ্রথম ডোজ দ্বিতীয় ডোজ২০,১০,২৮,৫৬৫ ১৭,৪০,৯৪,৯৯১ 
৬০ বছরের বেশি বয়সীপ্রথম ডোজ দ্বিতীয় ডোজ প্রিকশন ডোজ১২,৫৪,১২,৬৭৪ ১০,৮৪,৬৭,১৫৪ ৬৪,৩৮,০২২ 
 প্রিকশন ডোজ১,৪৮,৯০,৬৭৭ 
মোট ১,৬৯,৬৩,৮০,৭৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ৬ লক্ষ ৬০ হাজার ২০২।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৬.১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮ হয়েছে, যা মোট আক্রান্তের ২.৬২ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৫৬ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৪ কোটি ১৫ লক্ষ ৬১ হাজার ৫৮৭।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৯.১৮ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ৭.২৫ শতাংশ।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here