দেশে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে বলে জানালেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব
By PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২২
কর্মসংস্থান সমীক্ষার সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদন এবং ইপিএফও-র পে রোল ডেটার কথা উল্লেখ করে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে সরকার সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রের শ্রমিক শ্রেণীর কল্যাণে অঙ্গীকারবদ্ধ।
গুরুগ্রামে আজ কর্মচারী রাজ্য বিমা নিগমের ১৮৭তম বৈঠকে যোগ দিয়ে শ্রী যাদব বলেন, নিগমের হাসপাতালগুলিতে শ্রমিক শ্রেণীর মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। বিভিন্ন উৎপাদন ইউনিট এবং ক্ষুদ্র ও মাঝারি ক্লাস্টারগুলিকে এবার ইউনিট হিসেবে গ্রণ্য করা হবে। নিগম এধরণের ক্লাস্টারগুলিতে কর্মরত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষায় সবরকম সহযোগিতা দেবে। দেশের ১৫টি শহরে পরীক্ষামূলক ভাবে এধরণের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হবে।
শ্রী যাদব আরও জানান, কর্মচারী রাজ্য বিমা নিগমের পড়ে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত রূপায়ণে অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে নিগমের হাসপাতালগুলি নির্মাণের কাজ আরও ত্বরান্বিত করা হবে। কর্মচারী রাজ্য বিমা নিগমের কর্মচারীদের পলিসি ট্রান্সফার প্রসঙ্গে মন্ত্রী জানান, স্বচ্ছতা বজায় রেখে এই কাজ সম্পন্ন করতে একটি ডিজিটাল পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।
এই উপলক্ষে শ্রী যাদব রাজ্য বিমা নিগমের দুটি ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডের সূচনা করেন। এর একটি হল প্রজেক্ট ড্যাশবোর্ড এবং অন্যটি হসপিটাল ড্যাশবোর্ড। তিনি বলেন, এই দুটি ড্যাশবোর্ড না কেবল নজরদারির কাছে সহায়ক হবে, সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের রূপায়ণের কাজ আরও ত্বরান্বিত হবে।
রাজ্য বিমা নিগমের আজকের বৈঠকে শ্রী যাদেব ২০২১ প্যারালিম্পিক্স গেমসে স্বর্ণ পদক জয়ী শ্রী প্রমোদ ভগৎ এবং রৌপ্য পদক জয়ী শ্রীমতী ভাবিনা প্যাটেলকে অভিনন্দন জানান। তাদের এই সাফল্যের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। কর্মচারী রাজ্য বিমা নিগমের পক্ষ থেকে তাদেরকে নিরন্তর সবরকম সহায়তার জন্য এই দুই ক্রীড়াবিদ মন্ত্রীকে ধন্যবাদ দেন।
বৈঠকে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদেরও চিকিৎসা সুবিধার আওতায় নিয়ে আসার পক্ষে সওয়াল করেন। দেশে শ্রমিক শ্রেণীর কল্যাণে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার কথাও বিভাগীয় প্রতিমন্ত্রী জানান। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রী সুনীল বার্থওয়াল, কর্মচারী রাজ্য বিমা নিগমের মহানির্দেশক শ্রী মুখমীত সিং ভাটিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।