
ভ্যালেন্টাইনস ডে – অডিও স্টোরি উদ্বোধনে জুড়ে গেল সুইজারল্যান্ড ,ঢাকা বালুরঘাট – বুনিয়াদপুরের সঙ্গে
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
আকাশ – পেখম আর এক মুঠো শিউলি ফুলের গল্প প্রথম পড়বে সাড়া ফেলেছিল। সোশ্যাল মিডিয়াতে তার প্রকাশ হয়েছিল। এবার প্রথমবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তুহিন শুভ্র মন্ডলের রচিত
‘ ভ্যালেন্টাইনস ডে ‘ – এর উদ্বোধন হল ভিডিও কলে। সুইজারল্যান্ড আর ঢাকা জুড়ে গেল বালুরঘাট আর বুনিয়াদপুরের সঙ্গে । ভ্যালেন্টাইনস ডে তে চরিত্রায়নে অংশ নিয়েছেন বাচিক শিল্পী তুহিন শুভ্র মন্ডল এবং রীতি সেন। তুহিন আর রীতির সঙ্গে সুইজারল্যান্ড থেকে সোহেল আজাদ এবং ঢাকা থেকে মাসুম আজিজুল বাসার। তারা বলেন ‘ ভিডিও কলে এই রকম উদ্বোধনের ভাবনা অভিনব ‘ ।
প্রসঙ্গত উল্লেখ্য, ভ্যালেন্টাইনস ডে আকাশ পেখম আর একমুঠো শিউলি ফুল – এর দ্বিতীয় পর্ব।
প্রথম পর্বে বিপুল সাড়া পাওয়ার পর দ্বিতীয় পর্ব লেখার কাজে হাত দেন তুহিন। তার কথায় – প্রথমে একটি পর্বই লেখার ইচ্ছে ছিল। কিন্তু সবাই যেভাবে ভালোবাসলো এবং অনুরোধ করলো এর পরের পর্ব লেখার জন্য তাতেই উজ্জীবিত হয়ে এই লেখা।
আর এভাবে উদ্বোধনই বা কেন? রীতি এবং তুহিন জানালেন – করোনা কালে এভাবেই ভাবলাম। ভিডিও কলে উদ্বোধন আগে হয়েছে বলে জানিনা। বাড়িতে বসেই এটা করলেন সুইজারল্যান্ড এবং ঢাকা থেকে বিশিষ্ট বাচিক শিল্পী সোহেল আজাদ এবং মাসুম আজিজুল বাসার। আশা রাখি ভালেনটাইনস্ ডেতে ব্যাপক সাড়া ফেলবে।
সমস্ত কাজটিতে প্রযুক্তিগত সহায়তা করেছেন তন্ময় তরফদার।