আইবিজি নিউজ দুয়ারে সাংবাদিকের সাফল্য – দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত দমদম রোড হনুমান মন্দির বাণিজ্যিক বিজ্ঞাপন মুক্ত আজ , হিন্দু ধর্মের গরিমা রক্ষিত
সুমন মুন্সী, কলকাতা
September 14, 2021 5:43 pm IBG নিউজ এক নিদারুন সংবাদ দিতে বাধ্য হয়।
দমদম অঞ্চলের অন্যতম প্রধান রাস্তা দমদম রোড, চিড়িয়ামোড় থেকে নাগেরবাজার সংযোগ করি এই রাস্তা দমদমের লাইফলাইন । আর এই রাস্তার ওপর বাগজোলা খালের পাশে বিখ্যাত হনুমানজীর মন্দির।
কিন্তু বিশ্বায়নের গুতোয় ধর্মীয় বিশ্বাস আঘাত প্রাপ্ত । মন্দিরের সামনের দেয়ালে এক বাণিজ্যিক সংস্থার অন্তর্বাসের বিজ্ঞাপন খুবই কুরুচিপূর্ণ ও ধর্মীয় স্থানের কৌলিন্যের পরিপন্থী । আমরা তার প্রতিবাদ করে খবর করি । মন্দিরে পরিচালকদের কাছে প্রতিবাদ ও করি।
সংস্থার বিজ্ঞাপন যদি অনুদানের বদলে হয়ে থাকে এবং মন্দির পরিচালন সমিতি এই ভাবে বিজ্ঞাপন লাগানোর অনুমতি দেন, তবে এই লজ্জার কোনো শেষ নেই । এ কথাও তাদের বলি ।



সেন্টপলস ক্যাথিড্রাল বা নাখোদা মসজিদ বা পারেশনাথ মন্দির কি অনুদান নেয় না বা পায়না? রুপার মতো বড় সংস্থার কি মন্দিরের কৌলিন্য নষ্ট না করলেই চলতো না ? এই প্রশ্নে সকলে নিরুত্তর , এমনকি পৌর সভার নেতারা মুখে কুলুপ এতে বসেছিল ।
ছবিতে দেখুন হনূমান মন্দির নামটার থেকে “রুপা” ব্র্যান্ড নামের আকার অনেক বড় ।
আজ সেই মন্দিরে বাণিজ্যিক সংস্থার অন্তর্বাসের বিজ্ঞাপন নেই ইটা নিঃসন্দেহে শুভ চেতনার পরিচয় ।
মানুষ বিচার করুন আমাদের ধর্মীয় বিশ্বাস কে এই ভাবে ভুলুন্ঠিত করে বিজ্ঞাপন দেয়া উচিত কিনা? Is every thing for promotion only even our faith and culture for sale? মন্দির কি শুধুই পরিচালন সমিতির মৌরসীপাট্টা না সাধারনের বিশ্বাসের মর্য্যাদা ও রক্ষার দায়িত্ব তাঁদের?সয়ং রাম লক্ষণের মূর্তির ওপরে রুপার বিজ্ঞাপন? এটাও মেনে নিতে হবে? মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ অবিলম্বে ভগবান রামের মূর্তির ওপর থেকে বিজ্ঞাপন সারান হোক । আমাদের এই দাবি মেনে নেয়ার জন্য সকল পক্ষকে ধন্য়বাদ ।