প্রবীণদের চিকিৎসায় নিবেদিত ডাক্তারদের আন্তর্জাতিক সম্মেলন GSICON – ২০২১ কলকাতায় শুরু
আমাদের দেশে এখনো প্রবীণদের চিকিৎসায় রয়েছে বহু ঘাটতি। এর অন্যতম কারণ প্রবীণদের চিকিৎসার বিশেষ বিভাগ যাকে বলা হয় জেরিয়াট্রিক মেডিসিন, সেটি এখনো আমাদের দেশে সেভাবে প্রচলিত নয় বা বেশিরভাগ মানুষ এই বিষয়ে ওয়াকিবহাল নয়। জেরিয়াট্রিক বিষয়টি আমাদের দেশে এখনো খুব কম সংখ্যক মেডিকেল কলেজে পড়ানো হয় সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজে জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ চালু হয়েছে। প্রবীণদের চিকিৎসার রয়েছে বিশেষ কতগুলো দিক এবং সেই দিকটি সম্পর্কে চিকিৎসকদের ওয়াকিবহাল থাকা অত্যন্ত জরুরী।
সারা পৃথিবীর সাথে আমাদের দেশীয় ক্রমবর্ধমান প্রবীনদের সংখ্যা বৃদ্ধির জন্য এর গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে।
১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দু দিনব্যাপী আন্তর্জাতিক জেরিয়াট্রিক এবং জেরণ্টলজি কনফারেন্সে এই চিত্রটি ফুটে উঠল দেশ ও বিদেশের প্রবীণদের চিকিৎসায় সরাসরি ভাবে যুক্ত চিকিৎসকদের আলোচনায়। চল্লিশ জনেরও বেশি চিকিৎসক প্রবীণদের শারীরিক, মানসিক ও পরিচর্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোপাত করেন। জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া র পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন দেশ ও বিদেশের (আমেরিকা, ইউ কে, বাংলাদেশ) ছয় শতাধিক চিকিৎসক এবং জেরিয়াট্রিক স্বাস্থ্য কর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের এর সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই।
সম্মেলনে প্রবীণদের পরিচর্যায় নিযুক্ত কেয়ার গিভার ও স্বাস্থ্যকর্মীদের জন্য “এ গাইড ফর এ জেরিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার (কেয়ার গীভার)” একটি গাইড বুকের আনুষ্ঠানিক প্রকাশ হয়। বইটিতে দেশের বিভিন্ন চিকিৎসকেরা খুব সহজ ভাষায় প্রবীণদের পরিচর্যায় বিভিন্ন বিষয়ে আলোপাত করেন। আমাদের দেশে এই বিষয়ে এই ধরনের কাজ এই প্রথম।
সংগঠনের সহ সম্পাদক ও বার্ধক্য চিকিৎসক ডাঃ ধীরেশ কুমার চৌধুরী জানান “আমাদের দেশে প্রায় বেশিরভাগ কেয়ার গিভারেরই কোনো প্রশিক্ষণ নেই, এমনকি অনেকের অক্ষর জ্ঞান পর্যন্ত নেই। ফলে তাদের কারণে অনেক অনভিপ্রেত সমস্যা এমনকি মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে প্রবীণ মানুষদের। সরকার ও এই প্রশিক্ষণ বিষয়ে উদাসীন। জেরিয়াট্রিক সোসাইটির মতন কিছু সংগঠনের উদ্যোগে বেসরকরি স্তরে কিছু ট্রেনিং এর ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই ট্রেনিংয়ের বইটির গুরুত্ব অপরিসীম।”
সংগঠনের সর্বভারতীয় সভাপতি ও বিশিষ্ট বার্ধক্য চিকিৎসক ডাঃ কৌশিক রঞ্জন দাস বলেন “এই বছরের মধ্যেই কলকাতায় জেরিয়াট্রিক ট্রেনিং এর জন্য বিশেষ সেন্টার খোলা হচ্ছে। দেশের মধ্যে এই ধরনের বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা সম্ভবত প্রথম।”
শহরের অন্যতম দুটি কর্পোরেট হাসপাতালের সাথে যুক্ত এবং বিদেশে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত বিশিষ্ট মেডিসিন ও জেরিয়াট্রিক বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ চিন্ময় কুমার মাইতি বলেন “এই প্রশিক্ষণ ভীষন ভাবে জরুরি। বিদেশে বিশেষ করে ইউকে বা আমেরিকার মতন দেশে প্রবীণদের পরিচর্যা করতে গেলে প্রত্যেকের বিশেষ ট্রেনিং নিতে হয় এমনকি বাড়ির লোক হলেও।”
সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ও আর এক বিশিষ্ট জেরিয়াট্রিসিয়ান ডাঃ কৃষ্ণাঞ্জন চক্রবর্তী বলেন এই বছরের শেষে কলকাতাতেই আবারও একটি এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে যেখানে স্বশরীরে অংশ গ্রহণ করবেন দেশ বিদেশের প্রখ্যাত চিকিৎসক বৃন্দ। তিনি আরও জানান উক্ত সম্মেলনে চিকিৎসক ছাড়াও কেয়ার গিভার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখে বিশেষ আলোচনা ও ওয়ার্কশপ এর আয়োজন করা হবে।
এই অনুষ্ঠানে GSICON – ২০২১ সম্মেলনের সকল ডাক্তারদের টেলিমেডিসিন নির্মাতা RANKTECH Solutions প্রবীণদের কথা ও পান্ডামিকে ডক্টরদের সুবিধা মাথায় রেখে সকল সদস্যের জন্য ৫০% ডিসকাউন্ট ঘোষণা করে।
এই প্রসঙ্গে সংস্থার এমডি অনিল পি কাস্তুয়ার বলেন প্রধান অতিথি আদ্যাপীঠের ব্রাম্হচারী মুরাল ভাইয়ের মেডিকেল ইউনিটের প্রয়োজন হলে RANKTECH সলিউশনস সম্পূর্ণ বিনামূল্যে ইন্স্টলেশন সার্ভিয়ে দেবে টেলি মেডিসিনের পরিষেবা সফটওয়্যার জন্য ।
Bramhachari Mural Bhai speech at GSICON-2021
