বইমেলার আগে
পলাশ বন্দ্যোপাধ্যায়
মেঘ গুড়গুড়, বৃষ্টি পড়ে
জোর কদমে কাজ।
কাল থেকে বই বইমেলাতে
আমরা মাঠে আজ।
ডাঁই করা কাঠ-টুকরো, ত্রিপল
ফ্যান লাইটের তার।
বই ব্যাপারী ছোট্ট বড়
স্বপ্নালু সম্ভার।
সংগঠক ও প্রেস মানুষে
করছে প্রদক্ষিণ।
ভাবছে তারা সামনে কেমন
কাটবে কটা দিন।
দিচ্ছে ট্রায়াল মাইক স্পিকার
টুকরো ঘোষণায়।
এক্সপার্টেরা নাড়ছে ঘাড় আর
দিচ্ছে তাতে সায়।
গিল্ড অফিসের কাজ শেষে প্রায়
ব্যস্ত পুলিশ বুথ।
কুঁচকে কপাল দেখছে ভেবে
রইল না তো খুঁত?
ফার্স্ট এইডার আর ব্যাংক বাবুরা
কষছে কোমর আর
ভাবছে শুধু কোন মানুষের
কোন সেবা দরকার।
ফুডস্টলে ফুড আসছে দ্রুত
ঢুকছে উনুন কুক।
মেন গেটেরা সাজছে কেমন
নান্দনিকী রূপ।
কাল সিএম’এর উদ্বোধন, আর
তাইতে সাজে হল।
বইমেলাতে বই সইয়েরা
ফের হবে উচ্ছ্বল।
একটা বছর কী যে গেল
সেই একুশের দুখ।
আর যেন বই হয়না এমন
কষ্ট অভিমুখ।
মেঘ গুড়গুড়, বৃষ্টি, ও কাল
বই পাগলের জয়।
বুক ধুকপুক প্রার্থনা তাই
ঠিক যেন সব হয়।
About Post Author
Editor Desk
Please enter a description
Please enter a price
Please enter an Invoice ID