সাংবাদিকতার জন্য আনোয়ারুল হক ভূঁইয়া সম্মানিত হলেন আইবিজি নিউজ গোল্ডেন হার্ট ভারত- বাংলা মৈত্রী অ্যাওয়ার্ড ২০২১
০৯ মার্চ ২০২২, কলকাতা কলকাতা প্রেস ক্লাবের প্রাঙ্গণে এসে ছিলেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভার সদস্য মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, ঢাকা বাংলাদেশের আইবিজি নিউজ সাংবাদিক ও টাইমস্কুপ কর্ণধার আনোয়ারুল হক ভূঁইয়া সাহেবের হাতে তুলে দিতে আইবিজি নিউজ গোল্ডেন হার্ট ভারত- বাংলা মৈত্রী অ্যাওয়ার্ড ২০২১ সাংবাদিকতার জন্য।সে সময় আইবিজি নিউজ এর মুখ্য সম্পাদক সুমন মুন্সী উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত উল্লেখ্য ৯ই সেপ্টেম্বর ২০২১ এই কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড এবং জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র , বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, সম্বরণ ব্যানার্জী , গৌতম ঘোষ , সুবীর ভৌমিক সম্মানিত হন লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে।
করোনা এর জন্য লকডাউন থাকায়, সেই সময় আনোয়ার সাহেব আসতে পারেননি । তাই আজ তাঁর হাতে এই সম্মান তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে বিকাশ বাবু কে ধন্যবাদ তার সহৃদয় সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।
Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc.
She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).