একলা চলার শেষে
সুমন মুন্সী
একলা চলার, শেষে,যখন পথ পরে রয় একা,
নিঝুম রাতে একলা জেগে তারা গোনার শেষে,
একলা মন খুঁজে শুধু তোমায় সেই অবকাশে ,
আকাশ প্রদীপ জ্বেলে, আজ দিন গুনি শুধু শেষে,
তোমায় আমায় দেখা হলো, যাত্রা পথের শেষে।
অভিযোগের দিন আর নানা অনুযোগের রাত,
শত পাপের শেষে, জীবন আজও তোমার সাথে।
বিদায় বেলায় ভাবি, কি পেলে তুমি হবে সুখী,
শুধু সংশয় নিয়ে মনে, জিজ্ঞাসি জনে জনে,
কি সে ত্রুটি ছিল, খাতায় শুধু শূন্যই লেখা হলো,
জীবন থেকে জীবন বিদায় নেয় রোজ,
নীরবে এসে জন্মদিন, জানিয়ে যায় কালের সেই নির্ঘোষ ।
কেক কাটি না,পায়েস ও খাইনা,
বাঁচার মাঝেই আছে শুধু বুকভরা দীর্ঘ শ্বাস,
আজ জন্মদিনে সকলে বলে, সেলাম মহারাজ।
মনের গোপন কোনে সুধাই কে সেই মহারাজ,
কি আছে তাঁর এমন ধন, কি পেলে হবে সুখী,
নতুন জামা, খেলনা জুতা হোকনা যত দামি,
আজ মনে হয় বাবার দেয়া ছিটের জামাই ছিল বড্ডো দামি ।
কোনো কিছুই মনে ধরে না, ফিরে পেতে চাই মাকে,
ছেলেবেলার মতোই ঘুমাতে চাই মায়ের নরম কোলে।
আজকে যখন একে একে সন্তানেরা প্রশ্ন করে এসে,
কি করছে বাবা হয়ে, পারোনা কিছুই করতে,
তোমার কারণেই শুধু মোদের নিন্দা ভরা জীবন,
সব কাজেতেই ব্যার্থ তুমি বাবা চাইনা এমন।
আবার একটা দিন এসে যায় অন্য দিনের মতো,
উল্টো করেই গিনন্তি গুনে, আনন্দে পাই যত।
পাকাচুলের শিশু সেজে, মিছেই খুঁজি শৈশব,
জীবন আমার পিছনে পরে, আগে আছে শুধু অজানা ভবিষৎ,
ঝাড়া পাতার বিদায় বেলায় এই কথা শুধু বলি,
হারার আগে হারবো না, এই মন্ত্রেই সবাই বাঁচি।
জন্ম মোর এই বঙ্গে, ক্ষণকাল নেই তিষ্ঠোতে,
সমাধি পরে মাইকেল দেখি একলাটি শুয়ে একান্তে।
মেঘনাথ বধ শেষ হয়ে যায়, ললাটে রয় আগুন,
তবুও বেঁচে আছে জীবন, চিতায় দিয়ে আগুন।
আশিক বলে আওয়াজ করো, আমার মাজার পরে,
“আওয়াজ কেন ওঠেনি ভাই আমার যাবার আগে”।
চোখের জলের গঙ্গা এমন, নানা রঙের ছবি,
কেউ শাখা সিঁদুর ধুয়ে ফেরে, কেউ ফেরে না ঘরে,
একলা কবি গান বেঁধেছে এই দৃশ্য দেখে।
জন্ম পরে নেই অধিকার, কর্ম ভালো করো,
সৎ কর্মের পরেও কেন, জীবন শুধুই শূন্যে ভরো ?
বিধির বিধান, আজব খেলা, উপরওয়ালার আদালত,
ঈমানদারের কথা শুনো, কথা নয় এ মিথ্যে,
কেয়ামতের ওই মাঠেই দেখা যাবে আসল সত্যি আর মিথ্যের।
শেষ বিচারে, বিচার করো,
সারা জীবন থেকেও খাঁটি ,
সব কিছুই মায়া শুধু,
এই দেহ হবে শুধু মাটি।
তাই একলা চলার পথে শুধু, খুঁজে নাও,
শেষ যাত্রায় বন্ধুই যায়, এ নয় তো মিছে,
রাজদ্বারে উদ্ধারেরও, সেই আসবে কাজে ।
মানব জীবনে সেরা প্রাপ্তি বন্ধুত্বের এই দাবি,
আমার বন্ধুরা সব ভালো থাকুক,
এইতো কবির দাবি ।