জয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীর
0
0
Read Time:2 Minute, 29 Second
জয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীর
অনির্বান চক্রবর্তী ২৪ মার্চ ২০২২, কলকাতা :
যখন অকৃতজ্ঞ এই পৃথিবী চারিদিক থেকে মানবতা নেই বলে হাহাকার করছে ঠিক তখনি একদল তরুণ নুতুন আসার আলো হয়ে এলো হাঁসখালি গোবিন্দপুর গ্রামে। অসহায় মানুষের মাথার ছাদ নেই দেখে এগিয়ে এলো তাদের রোদ ঝড় বৃষ্টিতে রক্ষা করার মতো ঘর করে দিয়ে।
ইতিমধ্যেই ১৫ টি ঘর তাঁরা করে দিয়েছেন মানুষের জন্য শুধু মাত্র এলাকায় প্রাপ্ত বাঁশ ,টিন ও অনন্য সরঞ্জাম দিয়ে ।পূর্বের ১৫টি ঘরের মতই এক দিনেই তৈরি হল #নেতাজীইয়ূথফোর্স-এর ১৬তম #মানবতার_ঘর ।
হাঁসখালি গোবিন্দপুর নিবাসী এক অসহায় মা ( কল্যাণী মন্ডল) এর মাথার উপর মজবুত আশ্রয় নির্মাণ করে দিলো #নেতাজীইয়ূথফোর্স । পূর্বের ১৫টি ঘরের মতই এটিতেও ঘর তৈরির মিস্ত্রী নেতাজী ইয়ূথ ফোর্স এর যোদ্ধারা নিজেরাই। হাতে হাত লাগিয়ে নেতাজির আদর্শ
যতদিন সমাজে সুযোগ থেকে বঞ্চিত অসহায় মানুষ আছে ততদিন নেতাজী ইয়ূথ ফোর্স এভাবেই থাকবে মানুষের পাশে ,এই প্রতিজ্ঞা ওদের সকল সদস্যের।
জয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীরজয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীরজয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীরজয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীরজয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীরজয় যুবশক্তির জয়, জয় #নেতাজীইয়ূথফোর্স এর সকল তরুণ তুর্কী যুববাহিনীর
Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc.
She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).