রামানন্দ কলেজের উদ্যোগে বার্ষিক প্রদর্শনীতে শিল্পের ছোঁয়ায় একটুকরো বিষ্ণুপুর নিয়ে বাঙালিয়ানার আত্মীক প্রকাশ
সুমন মুন্সী,কলকাতা
কলেজে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিভাগকে সকলের সামনে তুলে ধরার জন্য রামানন্দ কলেজের উদ্যোগে বার্ষিক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।আমি কলেজের ইতিহাস বিভাগের হয়ে মন্দির নগরী বিষ্ণুপুর কে তুলে ধরার চেষ্টা করেছি।এখানে রাস মঞ্চ এবং জোড়বাংলা মন্দির কে কেন্দ্র করে যেভাবে বিষ্ণুপুরের পর্যটনশিল্পকে আরো উন্নত করা যেতে পারে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।
পুরো কাজটা সম্পূর্ণ করতে আমার বন্ধুরা যেভাবে সাহায্য করেছে তা ভুলবার নয় তা না হলে দু’দিনের মধ্যে এত বড় একটি কাজ সম্পূর্ণ করা সম্ভব হতো না।এই অনুষ্ঠানে শিবদাস হাই স্কুল পরিমল দেবী গার্লস হাই স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা দেখতে এসেছিলেন এবং বিভিন্ন বিশিষ্টজনরাও এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তাদের সহমত প্রকাশ করে গেছেন।
বিষ্ণুপুর কে ভালবেসে বিষ্ণুপুর কে সকলের সামনে তুলে ধরার জন্য আমি এই প্রচেষ্টাটুকু রেখেছি।কলেজের প্রিন্সিপাল ড. স্বপ্না ঘোড়ই এরূপ সৃষ্টি দেখে আপ্লুত হয়েছেন ও আশির্বাদ করেছেন,এটাই সর্বোত্তম পাওনা।
শিল্পী শৈলেন্দ্র প্রসাদ দাস এই প্রয়াস বিশেষ সাধুবাদের অভিকারী। এই সুন্দর সৃষ্টি আগামী প্রজন্ম কে আকৃষ্ট করবে ।