নীলপাহাড়ের রাজা মোদের নীলাদ্রি
সুমন মুন্সী
মানুষ তুমি বেজায় ভালো, সরল সাদাসিধে,
বন্ধুদের মাঝে কেবল মুচকি শুধু হাসে।
নামের শেষে সরকার তাঁর,
তাই ভয় নেই তাঁর কাউকে আর।
বন্ধুগুলো তাঁর বেজায় ভালো,সেই ছেলে বেলা থেকে,
একটা শুধু বজ্জাৎ ভারী উল্টো পথে হাঁটে।
সেই বেটাই কবি সাজে সময় সুযোগ পেলে,
উল্টো পাল্টা লাইন বলে নজর শুধু কাড়ে।
সুমন বেটা ধান্দাবাজ,চালাকি করেই চলে,
বন্ধুদের মাঝেই শুধু মাধুকরীতে দিন চলে,
জন্মদিনে শুভকামনা দেয়, শুধুই উপহার,
দেবতার চরণে প্রার্থণা করে, ভরে মন প্রাণ।
বন্ধু আমার সুখে থাকে সাথে পরিবার ।
বন্ধু মোদের ঠান্ডা মানুষ নীল পাহাড়ের মতো,
নীলাদ্রি তাঁর ভালো নাম,তবু মিকি বলেই চেনো।
এক হাসিতেই জগৎ মাত, এমন নিষ্পাপ তাঁর মন,
এমন মনের মতো সখা সখি পায় আর কজন?
আজকে বিদায় বেলায় বলি, মঙ্গলবার আজ নয়,
সারাদিন চলুক চপ কাটলেট, বিরিয়ানিও যেন হয়।
বন্ধুরা সব সাথে থাকুক এবার তোমার সাথে,
ছেলেবেলার দিনগুলো ফিরে আসে বারে বারে।
কথক সুমন বিদায় নিলো,বলে শুভ জন্মদিন,
সারা বছর আনন্দে কাটুক তোমার দিন ।