বিচিত্র সংবাদ
সুমন মুন্সী
সং সেজে লাভ কোই, জনতা খবর না খেলে,
ইউক্রেন গোলে গেলো খবরের ভিড়ে,
চীনের লক ডাউন খেলো না কেউ,
নিউজের ঢেউ তোলে, দাদা দিদির ফেউ।
ব্রেকিং নিউজ চাই টিআরপি বাড়াতে,
বোকা পাঁঠা খবর খুঁজে মরে,জঞ্জালের ভিড়ে ।
জ্বলে পুড়ে ছারখার দেশটা হয়ে যাক,
বুম হাতে সং সাজি, সরকারি নাটকে,
তান্দুরী মানুষের কিংবা উডবার্ন কেসে,
সবেতেই ঘৃণা দেখি সব মানুষের,
আর কত ভেকধরী সাধু বাবা সাজতে,
জারিজুরি ধরে ফেলে জনতা,
দেখে সব সোশ্যাল নেটে তে।
টিকে থাকা বিষম দায়, কি করে সততা,
চটিপায়ে হেঁটে যায়, দাদা দিদির সততা,
মূর্খের দল চলে ঝাণ্ডার পিছনে,
আদর্শের কারণেই চোরেদের দল বদল,
সিবিআই সিবিআই গল্পটা ভালো,
সানডের সাসপেন্স রমরমা হলে,
চায়ের দোকানে গল্পটা জমে।
এসএসসি থেকে নজর ঘোরাতে যে চাই,
প্ল্যান করে হাঁসখালি, বোলপুর, যে কোনো জাগায়,
নাবালিকার ধর্ষণ চাই সস্তা মজায়,
ডাক যদিএসে যায় নিজামের বাড়ি,
পথে আছে উডবার্ন, নেই কোনো দেরি।
বোকা জনতা খোঁজে খাঁটি মানুষের বেটা,
ভোট শেষে জোটে শুধু কপালে ঝেটা,
সব জানে, তবু কিছু নাহি সে বোঝে,
অন্ডকোষের ঘা শুঁকে নির্দোষ সাজে।
জারজ রাজনীতির আরেক সন্তান,
আজ সে পায় বুদ্ধিজীবীর সম্মান ,
আলোকপ্রাপ্ত সেজে মোমবাতির আলো খোঁজে,
চিতার আগুনে,
বিবেক বেচে, বাঁচে আনন্দে কুজন যত,
উন্নয়নের গুন্ গায়, নুন খায় যত ।